মোঃ হাবিবুল্লাহ।
পটুয়াখালী সদর উপজেলা প্রতিনিধি।
গতকাল ২৬/০৯/২০২৪ ইং তারিখ,রোজ বৃহস্পতিবার রাত আনুমানিক ১০ টার সময় বরগুনা জেলাধীন, আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের কলাগাছিয়া গ্রামের মোঃ কাশেম মোল্লা ( ২৮ ) পিতাঃনুরুদ্দিন মোল্লা দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হয়। নিহত কাশেম মোল্লা কলাগাছিয়া বাজারে বিকাশ,ফ্লেক্সিলোড ও স্টেশনারী মালামাল এর দোকান ছিল। রাতে দোকান বন্ধ করে বাসায় যাওয়ার পথে বাড়ির কাছাকাছি গেলে তার মা তাকে ফোন দেয়। মায়ের সাথে বলে কাছাকাছি আসছি। এরপর অনেক সময় পার হয়ে গেলেও বাসায় না পৌঁছায় তার মা তাকে আবার ফোন দিলে ফোন বন্ধ পায়।তার মা লাইট নিয়ে খোঁজে বের হলে দেখে বাড়ির সামনেই কিছু মানুষের শোরগোল দেখা যায়। নিহতের মায়ের লাইট দেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়।পরে নিহতের মায়ের চিৎকারে লোকজন এসে দেখে দুর্বৃত্তদের এলোপাথাড়ি ছুরিকাঘাতে ব্যবসায়ী রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। অ্যাম্বুলেন্সে করে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। সংবাদ লেখা পর্যন্ত লাশ পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পোস্ট মর্টেম এর জন্য রাখা আছে।