মোঃ মাহাবুবুর রহমান।কালীগন্জ ঝিনাইদহ থেকে।
ঝিনাইদহ কালীগন্জ মোবারক সুগারমিলে কর্মরত শ্রমিক কর্মচারীরা চুক্তি থেকে মুক্তির দাবিতে মঙ্গলবার সকাল ১০টায় মোচিক অফিসের সামনে এ মানববন্ধনকরে চিনিকলের মানববন্ধনে চুক্তিভিক্তিক শ্রমিক -কর্মচারিরা বলেন দীর্ঘদিন যাবত অফিস, কারখানা, ইক্ষু সহ বিভিন্ন বিভাগে কর্মরত আছেন।তারা দ্রুত নিয়োগ প্রদান করে চুক্তি থেকে মুক্তি চাই। এছাড়া মৌসুমী থেকে স্থায়ী করন স্থগিত আদেশ প্রত্যাহার সহ মোবারকগঞ্জ সুগার মিলে দীর্ঘদিন যাবত চলে আসা বৈষ্যমের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।তাদের দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আগামীতে আরো আন্দোলনের কর্মসূচি ঘোষণা সহ পালন করবে।