ঝিনাইদহ থেকে।
দিন দিন উর্ধগতিতে বেড়েই চলেছে চলামন বাজারে ব্যবহৃত নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম। সরকার নির্ধারিত মুল্য ছাড়াও অতিরিক্ত দামে কাচামাল থেকে শুরু করে সকল প্রকার পন্য বিক্রি হচ্ছে। এতে কপালে ভাচ পড়েছে নিম্নবিত্ত আয়ের খেটে খাওয়া সাধারণ মানুষর। আর এই সকল প্রকার নিত্যপ্রয়োজনীয় ব্যবহৃত পন্যের দাম সরকার নির্ধারিত মুল্যে বিক্রি করতে বাজার মনিটরিং এর জন্য ঝিনাইদহ জেলা প্রশাসক এর কার্যালয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ ইমরান জাকারিয়া , অতিরিক্ত পুলিশ সুপার ঝিনাইদহ। এছাড়াও উপস্থিত ছিলেন নিশাত মেহের, সহকারী পরিচালক ভোক্তা অধিদপ্তর ঝিনাইদহ জেলা কার্যালয়, ঝিনাইদহ। সকল প্রকার পন্যের মূল্যস্ফীতি কমাতে প্রতিনিয়ত বাজার মনিটরিং এর জন্য বিশেষ আলোচনা করা হয়। আলোচনাতে বলা হয় ছোট বড় বাজারে নিত্যপ্রয়োজনীয় সকল জিনিসপত্রের দাম কমানোর জন্য বাজার মনিটরিং টিম প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে । উক্ত মনিটরিং এ প্রশাসনের সাথে কাজ করে যাচ্ছে ছাত্র সংগঠনের ছাত্ররা। এছাড়া জানানো হয়েছে ঝিনাইদহ জেলার প্রতিটি উপজেলায় ছাত্র সংগঠন এর ছাত্রদের সাথে আলোচনা করে খুব শীঘ্রই স্থানীয় বাজারের সকল প্রকার পন্যের দাম কমিয়ে আনার ব্যবস্থা করা হবে।