লুৎফর সিকদার- গোপালগঞ্জ প্রতিনিধি –
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ব্যাটারী চালিত ইজিবাইক চাপায় আরিয়ান শেখ (৫) নামে এক শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে কোটালীপাড়া উপজেলার পশ্চিমপাড়-শুয়াগ্রাম সড়কে বড় দক্ষিণপাড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে।কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল কালাম আজাদ জানান, বড় দক্ষিণপাড় গ্রামের হক শেখের ছেলে শিশু আরিয়ান শেখ বাড়ীর পাশের সড়কে দাঁড়ানো ছিলো। এসময় বেপরোয়া গতির ব্যাটারী চালিত একটি ইজিবাইক শিশুটিকে চাপা দিলে মারাত্মক আহত হয়। পরে স্বজনরা উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশু আরিয়ানকে মৃত ঘোষনা করেন।