1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ১৮ জুন ২০২৫, ০৬:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
আজমিরীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত, আহত অন্তত ২০ জন শিবপুরের শীর্ষ সন্ত্রাসী  অস্ত্র ও গুলিসহ গ্রেফতার৷ ঝিনাইদহ শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষ!  বিজয়নগরে দেশে আসা প্রবাসীদের সংবর্ধনা অনুষ্ঠান পালিত। গোয়াইনঘাটের নদী অবরোধ কর্মসূচির ঘোষণা দিলেন-আজমল হোসেন! অবৈধ পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার ঘোষণা! নরসিংদী জেলা মানবাধিকার কমিশন এর উদ্যোগে নৌকা ভ্রমণ। সালুটিকর,গোয়াইনঘাট রোডের কাজ দ্রুত সমাপ্ত না করলে কঠোর কর্মসুচী! আজমিরীগঞ্জে সুদের টাকার জেরে হত্যা ১৮ জনের বিরুদ্ধে মামলা!  পানছড়িতে চট্রগ্রাম মহানগর মটর চালক লীগ নেতা আটক

নরসিংদীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ৪৩ বার পড়া হয়েছে

 

মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদী ঃ নরসিংদীতে অদ্য ১৪ ডিসেম্বর শনিবার সকালে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হারানোর দুঃসহ স্মৃতি এবং সকল শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোঃ সামসুজ্জামান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও  জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান, জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ সৈয়দ আমিরুল হক শামীম,বীর মুক্তিযোদ্ধা আলহাজ তোফাজ্জল হোসেন (মাস্টার), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনজন দাশ।প্রধান অতিথি মোহাম্মদ রাশেদ হোসেন শহিদ বুদ্ধিজীবী উদ্দেশ্যে স্মৃতিচারণ করে গিয়ে বলেন, এ দিন ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বিজয়ের ঊষালগ্নে দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হারানোর দুঃসহ বেদনার দিন। নয় মাস রক্তক্ষয়ী মুক্তিসংগ্রামের শেষলগ্নে পুরো দেশের মানুষ যখন চূড়ান্ত বিজয়ের দ্বারপ্রান্তে,ঠিক তখনই এ দেশীয় নরঘাতক রাজাকার, আলবদর,আলশামস ও শান্তি কমিটির সদস্যরা মেতে ওঠে বুদ্ধিজীবী হত্যাযজ্ঞে।
এছাড়াও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম মানিক,বীরমুক্তিযোদ্ধা রকিব মোল্লা,বীরমুক্তিযোদ্ধা আরমান মিয়া,বীরমুক্তিযোদ্ধা লস্কর আলী,বীরমুক্তিযোদ্ধা শাহজাহান ভূঁইয়া ও বীরমুক্তিযোদ্ধা আজহারুল হক প্রমুখ।আলোচনা শেষে শহিদ বুদ্ধিজীবী,বীরমুক্তিযোদ্ধা এবং দেশ ও জাতীর কল্যাণ কামনা করে মোনাজাত করেন নরসিংদী কালেক্টরেট জামে মসজিদের ইমাম নাসিরউদ্দিন কাশেমী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট