1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ১১:০১ পূর্বাহ্ন

মহালছড়িতে স্বাস্থ্য সেবায় মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৪৭ বার পড়া হয়েছে

 

উত্তম চাকমা, মহালছড়ি (খাগড়াছড়ি)ঃ

খাগড়াছড়ির মহালছড়িতে হেলর্থ ওয়াচ বাংলাদেশ এর  সহযোগিতায় ও জাবারাং কল্যাণ সমিতি কর্তৃক বাস্তবায়নে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের আযোজনে স্বাস্থ্য সেবায় মানোন্নয়নে মত বিনিময সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ২২ ডিসেম্বর রবিবার সকাল ১১.০০ টায় মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মহালছড়ি সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানিক রঞ্জন খীসার সভাপতিত্বে এ মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহ-সভাপতি অংপ্রু মারমা, এ সময় আরো উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্য শ্রীমতি গৌরী রানী ত্রিপুরা, প্রকল্প এসোসিয়েট বিদ্যুৎ জ্যেতি চাকমা,  মহালছড়ি উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক মিল্টন চাকমাসহ স্থানীয় হেডম্যান, কার্বারী, ইউপি সদস্য ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মত বিনিময় সভায় বক্তারা বলেন, পরিবর্তিত বাংলাদেশ সরকার  স্বাস্থ্য সেবার মানোন্নয়নে বিভিন্ন উদ্যেগে গ্রহন করেছে। স্বাস্থ্য সেবায় কোন কোন জায়গায় ঘাটতি রয়েছে তা স্বাস্থ্য সেবায় সংশ্লিষ্টদের নিকট তুলে ধরার আহবান জানানো হয়।

স্থানীয় নারী সমাজ সেবক ভৌমিকা ত্রিপুরা বলেন,  জনসচেতনতার অভাবে গ্রামের অনেকাংশ মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। স্বাস্থ্য সেবা নিয়ে এখনো অনেকের ভূল ধারণা রয়েছে। এসব ভ্রান্ত ধারণা দূর করতে হলে স্বাস্থ্য অধিকার ফোরামের বেশ কিছু সময় নিয়ে কাজ করতে হবে বলে মতামত ব্যক্ত করেন।

ইউপি সদস্য তান্টু মনি তালুকদার বলেন কেরেঙ্গানালা কমিউনিটি ক্লিনিক ভবনে ঝুঁকিপূর্ণ অবস্থা হওয়ায় কারনে রোগীরা আসতে ভয় পান এবং মহালছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার মানোন্নয়নে তদারকি বাড়ানোর জন্য কর্তৃপক্ষের  প্রতি আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট