1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
সোমবার, ২৩ জুন ২০২৫, ০৬:৪৪ অপরাহ্ন

মহালছড়িতে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট শুভউদ্বোধন!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে

 

উত্তম চাকমা, মহালছড়ি (খাগড়াছড়ি)প্রতিনিধি ঃ

“ক্রীড়াই শক্তি-ক্রীড়াই বল,মাদক ছেড়ে মাঠে চল,,এই প্রতিবাদ্য সামনে রেখে খাগড়াছড়ি জেলা মহালছড়ি উপজেলায় বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট শুভ উদ্বোধন করা হয়েছে।

২০ জানুয়ারি সোমবার  বিকাল ৩.০০ ঘটিকার সময়ে মহালছড়ি উপজেলা মিনি স্টেডিয়ামে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্টটি প্রধান অতিথি’র মোঃ এম এন আবছার, সাধারণ সম্পাদক জেলা বিএনপি খাগড়াছড়ি শুভ উদ্ভোধন করা হয় আয়োজন ওয়াদুদ ফাউন্ডেশন মহালছড়ি উপজেলা খাগড়াছড়ি।

এসময় সঞ্চালনায় ছিলেন মোঃ জহিরুল  হক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক । মোঃ আনোয়ার হোসেন সভাপতিত্বে মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি, প্রধান অতিথি উপস্থিত ছিলেন  খাগড়াছড়ি জেলা  বিএনপির সাধারন সম্পাদক মোঃ এম এন আবছার, বিশেষ  অতিথি উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ -সভাপতি মংসুইথোয়াই চৌধুরী, জেলা বিএনপির খাগড়াছড়ি,সহ -সভাপতি  ক্ষেত্র মোহন  রোয়াজা, মোঃ মোশারফ হোসেন, যুগ্ম সম্পাদক জেলা বিএনপি খাগড়াছড়ি,মোঃ মাহবুব আলম সবুজ,যুব বিষয়ক সম্পাদক জেলা বিএনপি খাগড়াছড়ি, মোঃ মোহাম্মদ হোসেন বাবু ক্ষুদ্র ঋণ ও সমবায় সম্পাদক জেলা বিএনপি খাগড়াছড়ি, মোঃ মোস্তফা,সদস্য  জেলা বিএনপি খাগড়াছড়ি, এবং মহালছড়ি উপজেলা বিএনপি  সহযোগী  অঙ্গ -সংগঠন ও সংবাদকর্মীসহ মাঠে হাজার হাজার ফুটবলের ভক্ত উপস্থিত ছিলেন।

বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্টের মহালছড়ি  উপজেলা মোট ১২টি দল টুর্নামেন্টে অংশ নিয়েছে। ফুটবল টুর্নামেন্টটি জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হবে বলে জানান আয়োজক কমিটি ও সংশ্লিষ্টরা।

উদ্বোধনী ম্যাচে ধারা ভাষ্যকার ছিলেন মতিউর রহমান পলাশ সহযোগী ছিলেন উজ্জল,আজকের উদ্ভোধনী ম্যাচে স্বাগতিক  দল অংম্রাংবাজি স্পোর্টিং  ক্লাব বনাম   পটপট্যা ক্লাব । আজকের খেলা প্রধান রেফারি  দায়িত্বে ছিলেন  নিখিল দে এবং সহকারী রেফারি  দায়িত্বে ছিলেন প্রদীপ  ত্রিপুরা এবং কেরু মারমা।খেলার ফলাফল  অংম্রাংবাজি স্পোর্টিং ক্লাব( ১) লেমুছড়ি পটপট্টা ক্লাব( ০)। খেলা শেষে ম্যান অব ম্যাচ অর্জন  করেন উসুইচিং মারমা অংম্রাংবাজি স্পোর্টিং  ক্লাবে।

প্রধান অতিথি’র বক্তব্যে বলেন মোঃ এম এন আবছার খেলাধুলা হচ্ছে জাতির প্রাণ। এ অঙ্গনকে বাঁচিয়ে রাখলে মাদক সেবন তৈরি হবেনা। দেশে সন্ত্রাস, মাদকের ব্যবহার বাড়ার পেছনে ক্রীড়া ও সংস্কৃতিক আড়ালে রাখাই দায়ী। যুবক ও কিশোরদের মাঠে ফেরানো গেলেই পাহাড়ে সম্প্রীতি ফিরিয়ে আনা সম্ভব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট