1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ৩০ জুলাই ২০২৫, ০৫:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
গোয়াইনঘাটে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় মানববন্ধন দোয়ারাবাজারে এলাকাবাসীর উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ! দৈনিক খবরেরকন্ঠ পত্রিকায় শামীম আহমেদকে সিলেট জেলা প্রতিনিধি নিয়োগ প্রদান! অগ্নিকাণ্ডে হকার্স মার্কেটের দোকানদের মাঝে ক্ষতিপূরণ প্রদান, নরসিংদীর শিবপুর পৌরসভার বাজেট ঘোষণা। গোপালগঞ্জে সুশাসন,মাদকমুক্ত সমাজ গঠনে ওসির প্রতিজ্ঞা! সিলেট ৬ আসনে বাবার পথেই হাঁটছেন বিএনপির,তামিম ইয়াহয়া। লালমাইয়ে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠিত! নরসিংদীতে চাঁদাবাজি বন্ধে,কঠোর অতিরিক্ত পুলিশ সুপার শামীম !  সিএনজি চালকদের বিক্ষোভ অনির্দিষ্টকালের বন্ধের ঘোষণা!

কুষ্টিয়ায় বিএনপির উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত! 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

 

মোঃ লিটন উজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি :-

নিত্য প্রয়োজনীয় অন্যের মূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখার দাবিতে অবনতীশিল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে দূত গণতান্ত্রিক যাত্রা পথে উত্তরণের জন্য নির্বাচনী রোড ম্যাপ ঘোষণার দাবিতে রাষ্ট্রের পতিত ফ্যাসিবাদের নানা অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন জনদাবিতে কেন্দ্রীয় ঘোষিত অংশ হিসেবে ১৯ শে ফেব্রুয়ারি কুষ্টিয়া জেলা বিএনপির আয়োজনে নিশান মোড় মসজিদ সংলগ্ন মাঠে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৌলতপুর উপজেলার বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য মোহাম্মদ হাসনাইন নাহিয়ান সজীব এর নেতৃত্বে এক বিশাল মিছিল নিয়ে জনসভায় উপস্থিত হয়েছিলেন।
জনসভার স্থলে জন সমুদ্রে পরিণত হয় মিছিলে মিছিলে কুষ্টিয়া শহর মুখরিত হয়ে ওঠে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজানুর রহমান মিনু জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপাসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক মেয়র রাজশাহী সিটি কর্পোরেশন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মিজানুর রহমান মিনু অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলেছেন, আগের তত্ত্বাবধায়ক সরকারগুলো দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যে নির্বাচন দিয়েছিল। আপনারা তাদের পথে হাঁটুন। না হলে দেশে কোন বিপর্যয় ঘটলে তার দায় আপনাদেরই নিতে হবে।মিনু আরো বলেন, প্রফেসর ইউনুস আপনাকে আমরা সম্মান করি। আপনি যখন নোবেল প্রাইজ পেয়েছিলেন আমরা আপনাকে শুভেচ্ছা জানিয়েছিলাম। আপনি ছয় মাস আগে আগে যখন দেশের শাসনভার নিয়েছিলেন তখন দেশ এবং দেশের বাইরে আপনার যে জনপ্রিয়তা ছিল, এখন আপনি খোঁজ নিয়ে দেখুন তার কি অবস্থা। মিনু বলেন, আমরা এদেশে চুয়াত্তরের দুর্ভিক্ষ দেখেছি, স্বৈরশাসক এরশাদের সময়ও দেশের মানুষকে দ্রব্যমূল্যের আগুনে পুড়তে হয়েছে। এরপর বিগত ১৫ বছর স্বৈরশাসক হাসিনা ও তাদের দোসরদের লুটপাটে দ্রব্যমূল্য কোথায় গিয়ে ঠেকেছিল তা সবার জানা। জনগণ সেই হাসিনা সরকারকে দেশ থেকে বিতাড়িত করেছে। তারপর বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় এসেছে। আজ দেশের কি অবস্থা? চালের দাম ক্রয় ক্ষমতার বাইরে। তেল ডাল চিনি সব জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, আজকে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকেছে। আপনারা কিছুই নিয়ন্ত্রণ করতে পারছেন না। তাই দ্রুত নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে আপনারা বিদায় নিন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুতুব উদ্দিন আহবায়ক কুষ্টিয়া জেলা বিএনপি,
কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন, অ্যাডভোকেট রাগীব রোফ চৌধুরী , কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ন আহবায়ক, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ভেড়ামারা উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড: তৌহিদুল ইসলাম আলম, জাতীয় নির্বাহী কমিটির কেন্দ্রীয় নেত্রী ফরিদা ইয়াসমিন,কেন্দ্রীয় বিএনপির নেত্রী ফারিয়া আক্তার, কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য উপজেলা বিএনপি’র সদস্য সচিব শাজাহান আলি, প্রমুখ। জনসাধারণের সমাগম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট