বিশেষ প্রতিনিধিঃ-
বরিশাল কেন্দ্রীয় শহিদ মিনারে বাংলাদেশী সাংস্কৃতিক জোটের আয়োজন ৩ দিনব্যাপী একুশের অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
১৯ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যা থেকে বরিশাল কেন্দ্রীয় শহিদ মিনারে বাংলাদেশী সাংস্কৃতিক জোটের আয়োজনে শুরু হয়েছে ৩ দিনব্যাপী মহান ভাষা আন্দোলন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও একুশের অনুষ্ঠানমালা।
অনুষ্ঠানের প্রথম দিনের আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাসাস বরিশাল মহানগর শাখা আহবায়ক মীর আদনান আহমেদ তুহিন, স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশী সাংস্কৃতিক জোট বরিশাল এর আহবায়ক এসএম সাব্বির নেওয়াজ সাগর।
বাংলাদেশী সাংস্কৃতিক জোটের সদস্য সচিব সাংবাদিক আযাদ আলাউদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি এবায়েদুল হক চান, মূখ্য আলোচক ছিলেন অমৃত লাল দে কলেজের অধ্যক্ষ মাহবুবুল হক। আলোচনা করেন বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বরিশাল ইউনিট সেক্রেটারি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, বরিশাল ইসলামিয়া কলেজের সাবেক বাংলা বিভাগের প্রভাষক ও লেখক বেগম ফয়জুন নাহার শেলী, জাতীয় কবিতা পরিষদ বরিশাল জেলা শাখার সভাপতি কবি মুস্তফা হাবিব, শেকড় সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক কবি পথিক মোস্তফা প্রমুখ। অনুষ্ঠানের সহযোগিতায় ছিলেন বৈষম্য
বিরোধী ছাত্র আন্দোলন বরিশাল জেলা শাখার নেতৃবৃন্দ।