উত্তম চাকমা, মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
যথাযোগ্য মর্যাদায় খাগড়াছড়ি জেলা মহালছড়িতে অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পালিত হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রয়ারি) ২০২৫ খ্রিঃ অমর একুশের ভাষা বীর শহীদদের স্মরণে রাত ১২.১মিনিটে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’ গানের সুরে, ফুলের তোড়া হাতে নিয়ে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে পুস্পস্তবক অর্পণ করেন। মহালছড়ি উপজেলা প্রশাসন, মহালছড়ি থানা,বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) মহালছড়ি, মহালছড়ি উপজেলা প্রেসক্লাব, বিভিন্ন সরকারি -বেসরকারি অধিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও পুস্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় মহালছড়ি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উৎসব মুখর পরিবেশে যার যার প্রাথমিক – মাধ্যামিক বিদ্যালয়গুলো শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন পরে মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনারে শিক্ষার্থীরা চিত্রাঅঙ্কন প্রতিযোগিতা অংশগ্রহণ করেন।।মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় এর মাঠে যুব রেড ক্রিসেন্ট উদ্দ্যোগে ফ্রি ব্লেড গ্রুপ নির্ণয় কর্মসূচি আয়োজন করা হয়।