1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ১১ মে ২০২৫, ১২:১৮ পূর্বাহ্ন

গোপালগঞ্জে বাস দুর্ঘটনায় চালক ও সুপারভাইজার নিহত!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

 

লুৎফর সিকদার- গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জে দুটি বাসের সংঘর্ষে একটি বাসের চালক ও সুপারভাইজার নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ যাত্রী। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হিরন্যকান্দি এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত বাসচালক মন্টু শেখ ও সুপারভাইজার আরিফুজ্জামান। তাঁরা দুজন টুঙ্গিপাড়া এক্সপ্রেস নামের বাসটির দায়িত্বে ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি বাস সড়কের পাশে রেস্টুরেন্টে যাওয়ার জন্য গতি কমিয়ে বাঁক নেওয়ার সময় পেছন থেকে আরেকটি বাস এসে ধাক্কা দেয়। পরে ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে এবং দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে ভাঙা হাইওয়ে থানার পুলিশ উপপরিদর্শক সাংবাদিকে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সোহাগ পরিবহনের একটি বাস হিরন্যকান্দি এলাকায় পৌঁছে সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টে প্রবেশের সময় পিরোজপুরগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বাস পেছন দিক থেকে ধাক্কা দেয়। পরে আবার টুঙ্গিপাড়া এক্সপ্রেসের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে।

এসআই আরও বলেন, ঘটনাস্থলেই বাসের চালক ও সুপারভাইজার নিহত হন। বাসের অন্তত ১৫ জন আহত যাত্রীকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট