আশরাফ উদ্দীন || কোম্পানীগঞ্জ প্রতিনিধি || দৈনিক খবরের কন্ঠ
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় অপারেশন ডেভিল হান্টের চলমান বিশেষ অভিযানে মোহাম্মদ জাফর মিয়া (৩৭) নামে এক জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের দক্ষিণ ইসলামপুর গ্রামের ইয়াকুব আলীর পুত্র।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ২টায় নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান। তিনি জানান অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে বৈষম্য বিরোধী ছাত্রদের মামলার আসামি মোহাম্মদ জাফর মিয়া। সে সরাসরি ছাত্র আন্দোলনের ছাত্রদের উপর হামলা করে মর্মে জানা যায়।