1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শনিবার, ১০ মে ২০২৫, ১১:৪৯ অপরাহ্ন

নোয়াখালীতে ফুটপাতের জায়গা দখলে করে চলছে ব্যবসা বাণিজ্য!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

 

মোঃ সাজ্জাদুল ইসলাম
নোয়াখালী ডেস্ক

নোয়াখালীর মাইজদীতে ফুটপাতের জায়গা দখল করে চলছে ব্যবসা বানিজ্য, ফোর লেনের জায়গার মধ্যে ফুটপাত ও ড্রেনেজ নির্মাণের কাজ চলছে। সড়ক বিভাগের তদারকি প্রয়োজন বলে জানান সাধারণ পথচারীরা। সড়ক বিভাগের তদারকি না থাকায় অব্যবস্থাপনার মধ্যে চলছে নির্মাণ কাজ।
রোববার (২৩ ফেব্রুয়ারি) দেখা যায়, জেলা শহর মাইজদী সোনালী ব্যাংকের সামনে থেকে প্রধান সড়কের বকসি মিজি পোল পর্যন্ত পশ্চিম পার্শ্বে ফুটপাত ও ড্রেনের জন্য নির্মাণ কাজ চলছে। অন্য দিকে নিম্নমানের ইট ও বালু দিয়ে চলছে ফুটপাতের নির্মাণের কাজ। কিন্তু ফুটপাতের জন্য সঠিক জায়গা পরিমাপ না করে ৪/৫ফুট জায়গা পশ্চিম পার্শ্বে খালি রেখে ফোর লেনের জায়গা ঘেসে অব্যবস্থাপনার মধ্যে দিয়ে ফুটপাত নির্মাণের কাজ চলছে।
সড়ক বিভাগের কোন ইঞ্জিনিয়ারকে দেখা যায়নি বলে অভিযোগ করছেন পথচারী ও স্থানীয় ব্যবসায়ীরা। জানা যায়, ফুটপাত ও ড্রেনেজ নির্মাণ ফোর লেনের অংশ হলেও গত ছয় বছরেও নির্মাণ হয়নি। পথচারীদের দূর্ভোগের শেষ নেই। এক শ্রেণির ব্যবসায়ীরা ফোর লেন ও ফুটপাতের জায়গা দখল করে এবং দোকানের সামনের অংশটি পাঁকা করে অবাধে ব্যবসা চালিয়ে যাচ্ছে। এতে হাটা চলায় ভোগান্তিতে পড়েছেন পথচারীরা। সড়ক বিভাগ জরুরি ভিত্তিতে সরকারি জায়গা দখল করে ফুটপাত নিমার্ণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয় পথচারী সাংবাদিক সাজ্জাদ ও আবদুর রহিম জানান, ফোর লেনের কাজ ৭০% হলেও পথচারীদের চলাচলের জন্য ফুটপাতের ও ড্রেনেজ ব্যবস্থার নির্মাণ কাজ গত ছয় বছরেও হয়নি। মানুষ হাটতে গিয়ে প্রতিনিয়তই পড়ে আহত হচ্ছেন। এভাবে চলছে ফুটপাত নির্মাণের কাজ। একই বক্তব্য দিয়েছেন অনেকেই।
এ ব্যপারে জানতে চাইলে নোয়াখালী সড়ক বিভাগের বিভাগীয় প্রকৌশলী সৌম্য তালুকদার জানান, সরকারি জায়গা উদ্ধার করা হবে এবং সঠিক ভাবে ফুটপাত ও ড্রেনেজ নির্মাণ করা হবে। বিষয়টি গিয়ে তদারকি করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট