1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শনিবার, ১০ মে ২০২৫, ০৮:০৭ অপরাহ্ন

ঝিনাইদহ কালীগঞ্জে প্রবাসীর বাড়িতে দিনেদুপুরে চুরি।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

 

মোঃমাহাবুবুর রহমান।
ঝিনাইদহ কালীগঞ্জ থেকে।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের রাকড়া গ্রামে দিনে-দুপুরে বাড়ির তালা ভেঙে এক প্রবাসীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছে । এ সময় বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে চোর চক্রের সদস্যরা। সোমবার(২৪ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১২ টার দিকে সৌদি প্রবাসী মিলন হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। প্রবাসী মিলন হোসেনের স্ত্রী রুশনা বেগম জানান, রাস্তার পাশের এই বাড়িতে তিনি, তার মেয়ে ও শাশুড়িকে নিয়ে বসবাস করেন । সোমবার সকালে ঘরে তালা লাগিয়ে পুরানো বাড়িতে গিয়েছিলেন কিছুক্ষনের জন্য । সেখান থেকে ফিরে এসে দেখি ঘরের তিনটি তালা ভাঙা। ঘরের বিভিন্ন আসবাবপত্র ও জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে । তিনি আরও জানান,চক্রের সদস্যরা ড্রয়ার ভেঙে নগদ ২ লাখ টাকা ও প্রায় ১৫ ভরি স্বর্ণ নিয়ে গেছে। কালীগঞ্জ থানার ওসি তদন্ত মোফাজ্জল হক জানান, খবর পেয়ে ঘটনাস্তলে পুলিশ পাঠানো হয়েছে। চোর চক্রের সদস্যদের ধরতে পুলিশ অভিযানে নেমেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট