তারিকুল ইসলাম আলভী,খুলনা
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রতি বছর ভারতে উপহার হিসেবে ইলিশ রপ্তানি করা হলেও এবার তার আগে সৌদি আরবে ইলিশ পাঠানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। মৎস্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের আগস্ট থেকেই মধ্যপ্রাচ্যের দেশটিতে ইলিশ রপ্তানি শুরু হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, সৌদি বাজারে ইলিশের চাহিদা বেশি থাকায় ভালো দাম পাওয়া সম্ভব হবে।
গত বছর দুর্গাপূজা উপলক্ষে ৪৮টি প্রতিষ্ঠানকে ৫০ মেট্রিক টন করে এবং একটি প্রতিষ্ঠানকে ২০ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানির অনুমতি দেওয়া হয়েছিল। তবে সেই রপ্তানির ফল আশানুরূপ হয়নি বলে জানা গেছে। গেলো বছর রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো ৯৪ মেট্রিক টন ইলিশ ভারত পাঠাতে সক্ষম হয়, যা মূলত বেনাপোল স্থলবন্দর হয়ে গিয়েছিল।
অন্যদিকে, খুলনার ৪নং ঘাটস্থ মৎস্য উন্নয়ন কর্পোরেশন গত অর্থবছরে ১৯৪ মেট্রিক টন ইলিশের লেনদেন করেছে, যার মধ্যে দেশের অভ্যন্তরেই ১০০ মেট্রিক টন বিক্রি হয়েছে।
চলতি মৌসুমের জন্য খুলনার মৎস্য উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপক মো. মাসুদ জানিয়েছেন, ইলিশ আহরণ পরিস্থিতি অনুযায়ী রপ্তানির সিদ্ধান্ত চূড়ান্ত হবে। তবে সৌদি আরবের বাজারে তুলনামূলক ভালো দাম পাওয়ার সম্ভাবনা থাকায় সংশ্লিষ্ট ব্যবসায়ীরা ইতোমধ্যে বিনিয়োগ শুরু করেছেন।
জুলাই থেকে বঙ্গোপসাগর ও এ অঞ্চলের নদ-নদী থেকে ইলিশ আহরণ শুরু হবে। এ উপলক্ষে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, নড়াইল ও যশোরের মোকামগুলোতে প্রস্তুতি নেওয়া হচ্ছে। একই সঙ্গে কুয়াকাটা মোকাম থেকেও মৌসুমের শুরুতে ইলিশ সরবরাহ শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মৎস্য মন্ত্রণালয় ও রপ্তানিকারকদের প্রত্যাশা, সৌদি আরবে ইলিশ রপ্তানি করে ভালো লাভ করা সম্ভব হবে এবং বাংলাদেশের রপ্তানি খাত আরও সমৃদ্ধ হবে।