1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ০৮:৫২ পূর্বাহ্ন

গোপালগঞ্জে ধর্ষন ও নিপীড়নের প্রতিবাদে শিক্ষার্থীদের মশাল মিছিল!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

 

লুৎফর সিকদার- গোপালগঞ্জ প্রতিনিধি:

 

দেশব্যাপী নারী ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবীতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মশাল মিছিল করেছে সাধারন শিক্ষার্থীরা।

রবিবার (৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের লিপুস ক্যান্টিনের সামনে থেকে একটি মশাল মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে ছাত্র অধিকার পরিষদ বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক মো. জসিম উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা ওমর শরীফ, ছাত্র ইউনিয়ন নেতা সুবর্না ধর বক্তব্য রাখেন।

বক্তরা বলেন, দেশব্যাপী শুধু ধর্ষণ নয় আইনশৃংখলা পরিস্থিতি চরম অবনতি হয়েছে। এর আগেও ধর্ষনের ঘটনা ঘটলেও বিচারহীনতার অভাবে আসামীরা পার পেয়ে গেছে। যার কারনে একের পর এক এধরনের ঘটনা বেড়েই চলছে। অথচ নারীদের পোশাকের উপর দোষারোপ করা হচ্ছে। দ্রুত আসামীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা না হলে কঠোর কর্মসূচী পালন করা হইবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট