উত্তম চাকমা, মহালছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ
সারাবিশ্ব ব্যাপি মন্দিরে মন্দিরে আজ বৌদ্ধধর্মালম্ভীদের পবিত্র দিন শুভ আষাঢ়ীপূর্ণিমা পালিত তেমনি খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় ২নং মুবাছড়ি ইউনিয়নে মিলনপুর বনবিহারে যথাযোগ্য মর্যাদায় পবিত্র শুভ “আষাঢ়ী পূর্ণিমা” উপলক্ষে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ ৯ই জুলাই (বুধবার) ২০২৫ ইং মিলনপুর বনবিহারে অবস্থানরত ভিক্ষু শ্রামনদের ত্রৈমাসিক বর্ষাবাস উপলক্ষে সকালে বৌদ্ধ পতাকা উত্তোলনে মধ্য দিয়ে শুরু হয় শুভ আষাঢ়ীপূর্ণিমা।
এই মহতি পুর্ণানুষ্ঠানে বিহারে অধ্যক্ষ শ্রদ্ধাতিষ্য ভিক্ষুর সভাপতিত্বে, ভিক্ষুর স্বশিষ্য উপস্থিত অনুষ্ঠানে আসন গ্রহণ করেন। মিলন পুর বিহারে অর্থ সম্পাদক অপু চাকমা সঞ্চলনায়- স্বাগত বক্তব্য রাখেন বিহার পরিচালনা কমিটিসহ সাম্মাদিটঠি ফাউন্ডেশন সদস্যরা এতে ত্রিশরন প্রার্থনাসহ পঞ্চশীল ও অষ্ট শীল গ্রহণে পাঠ করেন -সুপ্রকাশ চাকমা,অনুষ্ঠানে বুদ্ধপুজা, পিন্ড দান, হাজার প্রদীপ দান, অষ্টপরিষ্কার দান, সংঘদানসহ বর্ষাবাসিক চীবর দান সংঘের উদ্দেশ্য নানাবিধ দান করা হয়। এছাড়াও অনুষ্টানে বিশ্ব জগতে সকল প্রাণী হিতসুখ, মঙ্গল কামনা,দায়ক – দাযিকাদের প্রার্থনায় ধর্ম দেশনায় শ্রদ্ধাতিষ্য ভিক্ষু বলেন বুদ্ধের জীবনের ছয়টি মহামূল্যবান ঘটনা কথা তুলে ধরেন। মাতৃগর্ভে প্রতিসন্ধি গ্রহণ, সিদ্ধার্থের গৃহত্যাগ, মৃগদাবে সারনাথ ধর্মচক্র প্রবর্তন, প্রতিহার্য ঋদ্ধি প্রদর্শন,ধর্মদান ও অভিধর্ম প্রবর্তনের সূচনা, সংযম সাধনার ত্রৈমাসিক বর্ষাবাসের সূচনা।