1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০১:১৬ পূর্বাহ্ন

বিরামপুরে ইউপি সদস্য ধর্ষণের মামলায় র‍্যাবের অভিযানে গ্রেপ্তার!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

 

মো:আনোয়ারুল কবীর স্বপন
দিনাজপুর বিরামপুর প্রতিনিধি:

দিনাজপুরের বিরামপুরে এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে ইউনিয়ন পরিষদের এক সদস্যের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার প্রায় এক মাস পর গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি বিশেষ দল অভিযুক্ত ইউপি সদস্যকে ঢাকার একটি এলাকা থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ইউপি সদস্য হলেন বিনাইল ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য মোঃ নুর ইসলাম নূর।পরে তাকে বিরামপুর থানা হেফাজতে এনে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে, জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ ওসি মমতাজুল হক।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী পেশায় একজন হোটেল কর্মচারী এবং স্থানীয় গুচ্ছগ্রামে বসবাস করেন।
গত ৪ জুন রাত ৯টার দিকে কাজ শেষে স্বামীর জন্য অপেক্ষা করছিলেন তিনি। সে সময় অভিযুক্ত ইউপি সদস্য মোটরসাইকেলে এসে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় এবং নির্জন স্থানে নিয়ে গিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করে।
পরবর্তীতে ভুক্তভোগী বাড়ি ফিরে যান এবং দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।চিকিৎসা প্রতিবেদনে জানা যায়, তার শরীরের বিভিন্ন স্থানে কামড় ও আঘাতের চিহ্ন ছিল।
মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩ ও ২০২০) এর ৯(১) ও ৯(৪) ধারায় দায়ের হয়েছে।
এই ধারায় অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড।
বাদীপক্ষের আইনজীবী জানান, মামলার সঙ্গে ভুক্তভোগীর চিকিৎসা সনদ, আঘাতের ছবি ও প্রত্যক্ষদর্শীদের বিবৃতি সংযুক্ত রয়েছে।
সাক্ষীদের মধ্যে রয়েছেন হোটেল মালিক ফরিদা বেগম, ভুক্তভোগীর স্বামী মনছের আলী, স্থানীয় মোছাদ্দেক ও মাসুদ রানা, এবং হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।
ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।ভুক্তভোগীর পরিবারও দ্রুত বিচার চেয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট