নুরুল আবছার নূরী
চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা বাগান বাজার ইউনিয়নের পানুয়া গ্রামের মেধাবী ও পরিশ্রমী তরুণ রাকিব হোসেন (১৮) অবশেষে ক্যান্সারের সাথে লড়াইয়ে হার মেনেছেন। তার অকাল প্রয়াণে পরিবার ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা ভুজপুর থানার ১নং বাগান বাজার পানুয়া গ্রামের হানিফ মিয়ার ছেলে রাকিব হোসেন ২০২৩ সালে রসুলপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করে পরিবারের পাশে দাঁড়ানোর আশায় ঢাকায় একটি কোম্পানিতে চাকরি নিয়েছিলেন। ছোটবেলা থেকেই শান্ত, ভদ্র ও দায়িত্বশীল এই তরুণ পরিবারের অভাব-অনটনের কথা ভেবে নিজের স্বপ্নের চেয়ে পরিবারের স্বপ্নকেই বেশি গুরুত্ব দিয়েছিলেন।
কিন্তু হঠাৎ করেই তার জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। মরণব্যাধি ক্যান্সার ধরা পড়লে তার সব স্বপ্ন থমকে যায়। একজন দিনমজুর বাবার সন্তান হয়ে এই কঠিন লড়াই একা চালিয়ে যাওয়া তার পক্ষে সম্ভব ছিল না। রাকিব তখন শুধু একটি মুখ ছিলেন না, ছিলেন একটি স্বপ্ন, একটি উজ্জ্বল ভবিষ্যৎ, যা অকালে হারিয়ে যেতে বসেছিল।
রাকিবের সুস্থতার জন্য প্রিয় বাগান বাজার পরিবারসহ অনেকেই প্রার্থনা করেছিলেন। কিন্তু সকল প্রার্থনা ও প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে ক্যান্সারের কাছে হার মানলেন এই তরুণ। তার মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে।