1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫, ০২:৪৭ পূর্বাহ্ন

সিলেট সীমান্তে বিজিবির ওপর হামলা, আটক ১ !

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

 

কে আজাদ: সিলেট বিভাগীয় প্রতিনিধি:||

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মহিষ ও গরু আটক করা হয়েছে। গত ৫ ও ৬ আগস্ট ২০২৫ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট সীমান্তবর্তী বাংলাবাজার, লাফার্জ ও উৎমা বিওপি এলাকায় পৃথক দুটি অভিযানে এসব পশু আটক করা হয়।

আটককৃত মহিষ ও গরুর মোট সিজার মূল্য আনুমানিক ২ কোটি টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে। অভিযানের সময় এক সংঘবদ্ধ চোরাকারবারী দল বিজিবি টহলদলের ওপর অতর্কিত হামলা চালায়, এতে একজন বিজিবি সদস্য আহত হন। পরে র‍্যাব, পুলিশ ও বিজিবির সমন্বয়ে পরিচালিত সাঁড়াশি অভিযানে হামলাকারী দলের একজন সদস্যকে আটক করা হয়।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, “উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে চলমান অভিযানে এই বিপুল পরিমাণ অবৈধ পশু জব্দ করা সম্ভব হয়েছে।”

বিজিবির পক্ষ থেকে সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট