শামীম আহমদ, সিলেট জেলা প্রতিনিধি।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের পূর্ব জাফলং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের শরীর চর্চা শিক্ষকের হাতে বিএনপি পন্থী সিনিয়র এক শিক্ষক লাঞ্ছিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত শরীর চর্চা শিক্ষক শাহজাহান মিয়া
আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের শরীর চর্চা শিক্ষক,বর্তমান এডহক কমিটির সভাপতি এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)’র ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রফেসর মোঃ আব্দুস সামাদের সামনে বিএনপি পন্থী ওই শিক্ষককে লাঞ্ছিত করেছেন বলে জানিয়েছেন উক্ত প্রতিষ্টানের বেশ কয়েকজন অভিভাবক। নাম প্রকাশ না করার শর্তে আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের কয়েকজন অভিভাবক জানান, প্রতিষ্টানের শিক্ষার মান উন্নয়নে গত কাল মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সকাল ১১ ঘটিকায় আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে এক অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়।আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)’র ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রফেসর মোঃ আব্দুস সামাদ। অভিভাবক সমাবেশ শেষে প্রতিষ্টানের সকল শিক্ষক, বিদ্যালয়ের কিছু সংখ্যক অভিভাবক ঐ ওয়ার্ডের নির্বাচিত জনপ্রতিনিধি এবং বিদ্যালয়ের কয়েকজন শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতিতে বিএনপি পন্থী ঐ শিক্ষককে লাঞ্ছিত করা হয়। বিএনপি পন্থী ঐ শিক্ষকের বিদ্যালয়ের পড়ালেখার মান উন্নয়নের বক্তব্যের সূত্র ধরে বিএনপি পন্থী ঐ শিক্ষকে শাহজাহান মিয়া লাঞ্ছিত করেন। আওয়ামী লীগ নেতা শাহজাহান মিয়ার এহেন কর্মকাণ্ডে এডহক কমিটির সভাপতি প্রফেসর মো: আব্দুস সামাদ খুবই হতবাক হন। এ বিষয়ে পূর্ব জাফলং ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও আমির মিয়া উচ্চ বিদ্যালয় কলেজের শরীর চর্চা শিক্ষক শাহজাহান মিয়া জানান এরকম কোন ঘটনা ঘটেনি।
এ বিষয়ে আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)’র ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রফেসর মোঃ আব্দুস সামদ,গণমাধ্যমে কর্মীদের বলেন, শিক্ষক, অভিভাবক ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে শরীর চর্চা শিক্ষক শাহজাহান মিয়া একজন শিক্ষকের সাথে যে আচরণ করেছেন তা অত্যান্ত নিন্দনীয়। আমরা এডহক কমিটি সিদ্ধান্ত নিয়েছি শরীর চর্চা শিক্ষক শাহজাহান মিয়াকে শোকজ করার। যথার্থ জবাব না পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।