মোঃহেলাল উদ্দিন পানছড়ি খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা বুধবার ১০ সেপ্টেম্বর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহ-শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে পানছড়ি সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী রেড ক্রস ও রেড ক্রিসেন্ট মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব রেড ক্রিসেন্ট, পানছড়ি উপজেলা দল, খাগড়াছড়ি ইউনিটের দলনেতা মো খায়ের হোসেন । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জনাব উৎপল কান্তি চাকমা।
প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন যুব রেড ক্রিসেন্ট, পানছড়ি উপজেলা দলের উপ-দলনেতা (১) মো শাহীন আলম , প্রশিক্ষণ ও সহ-শিক্ষা বিভাগীয় উপপ্রধান ইয়াছিন আরাফাত, যুব সদস্য সুমাইয়া আক্তার।
এছাড়াও সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন ইউনিটের অন্যান্য যুব সদস্যরা।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মূল্যায়নের মাধ্যমে তিনজন শিক্ষার্থীকে সৌজন্য পুরস্কার প্রদান করা হয়। তারা হলেন— পন্থা চাকমা (৮ম শ্রেণী), উইটি চাকমা (৭ম শ্রেণী) ও সৃজন চাকমা (৬ষ্ট শ্রেণী)।
এবং অত্র বিদ্যালয়ের যুব রেড ক্রিসেন্ট দলকে একটি তাবু প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধান শিক্ষক জনাব উৎপল কান্তি চাকমা বলেন, “যুব রেড ক্রিসেন্টের সহ-শিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের নৈতিকতা, নেতৃত্ব ও মানবিক গুণাবলির বিকাশে অনন্য ভূমিকা রাখছে। এ ধরনের প্রশিক্ষণ তাদের সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক।”
সভাপতি তার বক্তব্যে বলেন, যুব রেড ক্রিসেন্ট দীর্ঘদিন ধরে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছে। সহ-শিক্ষা কার্যক্রমের মাধ্যমে আগামী প্রজন্মকে দক্ষ, মানবিক ও সচেতন যুব স্বেচ্ছাসেবক হিসেবে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য।”