মীর দুলাল বিশেষ প্রতিবেদক।।
হবিগঞ্জের চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম (বিপি-
৭৯০৬১০২৩৯০)
কে ক্লোজড করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে এ সিদ্ধান্ত নেয় পুলিশ প্রশাসন।
বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) এএনএম সাজেদুর রহমান।
পুলিশ সূত্রে জানা যায়, ওসি নুর আলম তার বাসা থেকে ৪ লাখ টাকা চুরির সন্দেহে নিজস্ব গাড়িচালকের বাসায় প্রবেশ করে ভাঙচুর করেন।
পরে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়।
এ ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে তাকে ক্লোজড করা হয়েছে।
তিনি আরও বলেন, “প্রাথমিকভাবে তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।