এ কে আজাদ সিলেট বিভাগীয় প্রতিনিধি:||
রোটারি ক্লাব অব সিলেট গার্ডেন সিটির উদ্যোগে ক্লাবের তৃতীয় বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি রোটারিয়ান মো. সাইফুল আলম। সভায় ক্লাবের সক্রিয় সদস্যবৃন্দ উপস্থিত থেকে ক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম, সমাজসেবামূলক পরিকল্পনা এবং সদস্যদের অংশগ্রহণমূলক কার্যক্রম প্রসারে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
সভা শেষে শুক্রবার জুমার নামাজ আদায় করার পর ক্লাবের সদস্যরা ফেঞ্চুগঞ্জ উপজেলার জামেয়া তাহফিজুল ইসলাম এতিমখানায় যান। সেখানে দেড় শতাধিক এতিম শিক্ষার্থীর জন্য আয়োজন করা হয় মধ্যাহ্নভোজের। সদস্যরা নিজ হাতে শিশুদের খাবার পরিবেশন করেন এবং এতিম শিশুদের কল্যাণ, সুস্থতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এই আয়োজন উপস্থিত সবার মনে মানবিকতার বীজ বপন করে এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর রোটারিয়ানদের অঙ্গীকারকে আরও দৃঢ় করে।
মানবিক কার্যক্রম শেষে ক্লাব সদস্যরা রোটারিয়ান মো. তুফায়েল আহমেদের আতিথেয়তায় তার নিজ বাসভবনে দুপুরের ভোজে অংশ নেন। পরবর্তীতে তাঁরা দলগতভাবে সিলেটের প্রাকৃতিক রত্নখ্যাত হাকালুকি হাওরের উদ্দেশ্যে রওনা হন। মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই হাওর ভ্রমণে সদস্যরা একে অপরের সঙ্গে আনন্দঘন সময় কাটান এবং একটি ট্রাভেল জাহাজে চড়ে হাওরের অপার সৌন্দর্য উপভোগ করেন।
রোটারি ক্লাব অব সিলেট গার্ডেন সিটির এই আয়োজন শুধু একটি আনন্দ ভ্রমণই ছিল না—এটি ছিল সামাজিক দায়বদ্ধতা ও মানবসেবার এক অনন্য দৃষ্টান্ত। মানবিক কার্যক্রম এবং বিনোদনের সমন্বয়ে আয়োজিত এই দিনব্যাপী যাত্রা ক্লাব সদস্যদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্য আরও দৃঢ় করে তোলে।
এই মহৎ যাত্রায় উপস্থিত ছিলেন:
রোটারিয়ান মো. সইফুল আলম, রোটারিয়ান সাঈদ গোলাম রহমান, রোটারিয়ান ওহিদুর রহমান ওহিদ, রোটারিয়ান মো. তুফায়েল আহমেদ, রোটারিয়ান মো. নজমুল ইসলাম, রোটারিয়ান আব্দুল জালিল মল্লিক, রোটারিয়ান ইঞ্জিনিয়ার মোহাম্মদ সুহেল মাহমুদ চৌধুরী, রোটারিয়ান নিধু ভূষণ দাশ, রোটারিয়ান আব্দুর রশিদ, রোটারিয়ান অ্যাডভোকেট মো. সোহেল মিয়া, রোটারিয়ান সালাহ উদ্দিন আজিজ, রোটারিয়ান রতন দেব, রোটারিয়ান অলিউর রহমান, রোটারিয়ান ফয়জুল হক রানা, রোটারিয়ান এনাম আহমদ, রোটারিয়ান জালাল উদ্দিন এবং তাঁদের পরিবারবর্গ।
ক্লাবের সদস্যরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা ও মানবিক কার্যক্রমে সহযোগিতা এবং সদস্যদের পারস্পরিক বন্ধনকে সুদৃঢ় করাই রোটারি ক্লাব অব সিলেট গার্ডেন সিটির প্রধান লক্ষ্য। সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য তারা সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবসেবামূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।