অতুল সরকারঃ রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর পাংশা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক আব্দুল হান্নান এর সড়ক দুর্ঘটনাজনিত মৃত্যুতে, আজ (১৫ অক্টোবর) বুধবার সকালে, পাংশা দলিল লেখক সমিতি’র উদ্দোগে দোয়া’র অনুষ্ঠান ও কলম বিরতি পালন করা হয়।
পাংশার সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক, স্ট্যাম্প ভেন্ডার ও সহকারী দলিল লেখক সমিতি’র সভাপতি আব্দুল কুদ্দুস ভেন্ডার এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক নাসির মোল্লার সঞ্চালনায়, সকালে দলিল লেখকদের কর্মস্থল, পাংশা সাব-রেজিস্ট্রি অফিস চত্বরে এই দোয়া অনুষ্ঠান ও কলম বিরতি পালন করা হয়। এতে সমিতির সর্বস্তরের নেতাকর্মী ও সকল সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
সমিতির সাবেক সাধারণ সম্পাদক, স্ট্যাম্প ভেন্ডার ও পাংশা পৌরসভার সাবেক কমিশনার, আব্দুল আলিম মুন্সী’ পবিত্র কোরআন তেলওয়াত ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন।
মরহুম আব্দুল হান্নান নিকট কারো কোনো দেনা পাওনা থাকলে তাহা আল্লাহ্’র হস্তে মাফ করে দেওয়ার অনুরোধ জানিয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্ট্যাম্প ভেন্ডার সমিতি’র সদস্য সেলিম সরদার।
এর আগে মরহুমের আত্মার শান্তি কামনায় এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
পরে সভাপতি মহোদ্বয় সকলের নিকট মরহুম আব্দুল হান্নান এর রুহের মাগফিরাত কামনা করে আধা ঘন্টা কলম বিরতি ঘোষনা করে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।
গত মঙ্গলবার (১৪ অক্টোবর ) দুপুরে দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার শ্রীপুর এলাকায় মাইক্রোবাস চাপায় আব্দুল হান্নান (৫৫) নিহত হন। পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সেনগ্রামের বাসিন্দা আব্দুল হান্নান পেশায় একজন দলিল লেখক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজবাড়ীর শ্রীপুর উপজেলা পরিষদ থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মাইক্রোবাস তাকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা গুরুতর আহতবস্থায় তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
(অতুল সরকার ০১৭১১০৫০৯৩৭)