
সিলেট জেলা বিশেষ প্রতিনিধি || মোঃ আশরাফ উদ্দীন ||
সিলেটর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে কোম্পানীগঞ্জ সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)-এর অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার সংগঠনের সভাপতি মোঃ নিজাম উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এইচ শাহীনের সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জহিরুল ইসলাম, নির্বাহী সম্পাদক দৈনিক হলি সিলেট ও এটিএন বাংলা ইউকে-এর প্রতিনিধি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন —
হাজী সিকন্দর আলী, উপদেষ্টা সিলেট জেলা বিএনপি;
হাজী আব্দুল মান্নান, সভাপতি কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি;
হাজী আবুল বশর, সহসভাপতি উপজেলা বিএনপি;
বশির আহমদ, ভারপ্রাপ্ত সভাপতি ভোলাগঞ্জ চুনাপাথর আমদানি রপ্তানিকারক গ্রুপ;
আহমদ শাহনেওয়াজ লিটন, বিএনপি নেতা;
এএফএম শাহিদুল ইসলাম, ব্যবস্থাপক (এসপিও), বাংলাদেশ কৃষি ব্যাংক কোম্পানীগঞ্জ শাখা;
কামরুল হাসান জুলহাস, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান সভাপতি (এসইউজে);
সৈয়দ আকরাম আল সাদ্দাম, সাধারণ সম্পাদক (এসইউজে);
সাজ্জাদ আহমেদ সাজু, অর্থ সম্পাদক (এসইউজি) সিলেট;
রাশেদুল ইসলাম, সম্পাদক ও প্রকাশক দৈনিক মর্নিং পোস্ট;
আবুল খায়ের, সভাপতি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটি;
রিপন আহমদ, সভাপতি সহকারী শিক্ষক সমিতি কোম্পানীগঞ্জ উপজেলা;
এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক, গণমাধ্যমকর্মী, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে সংগঠনের নবগঠিত কার্যনির্বাহী কমিটিকে অভিনন্দন জানান এবং সত্য, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে উপজেলার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র তুলে ধরার আহ্বান জানান।
অনুষ্ঠানের বিশেষ পর্বে ভোলাগঞ্জ আরাবিয়া হাফিজিয়া ইসলামিয়া মাদ্রাসার এতিমখানার ১০ জন শিক্ষার্থীর মাঝে পবিত্র কোরআন শরীফ হাদিয়া দেওয়া হয়।
হাদিয়া প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন — উসমান গনি, সজীব আহমেদ, আব্দুল্লাহ, ত্বাহা হুসাইন, আবু বক্কর, জুবায়ের আহমেদ, শরীফ আহমেদ, আখলাকুর রহমান, নূর মোহাম্মদ ও আবু বক্কর সিদ্দিক।
অনুষ্ঠান শেষে সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে উপস্থিত অতিথিবৃন্দ ও সদস্যদের মাঝে স্মারক ও উপহারসামগ্রী প্রদান করা হয়।