1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ন

বাহুবলে জুয়ার আসর থেকে ৬ জুয়াড়ি গ্রেফতার।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

 

মীর দুলাল।

হবিগঞ্জের বাহুবল উপজেলার ৭নং ভাদেশ্বর ইউনিয়নের রশিদপুর চা বাগান এলাকায় অভিযান চালিয়ে ৬ জন জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার রশিদপুর চা-বাগান এলাকার
রমেশ সবর (৩৬), রামচরণ দাস (৫৩), সুভাশ ভৌমিক (৩৫), রিয়াজ মিয়া (২৩), আকাশ শাওতাল (২১), তাপস কুর্মী (২৮)।

থানা সূত্রে জানা যায়, সোমবার (২৭ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় রশিদপুর চা বাগানের কালী মন্দির সংলগ্ন রশিদপুর বাজার থেকে শাহানগর গ্রামের রাস্তার পাশে জুয়া খেলার সময় তাদের গ্রেফতার করা হয়। এ সময় জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ ১,০৮৫ টাকা জব্দ করে পুলিশ।

স্হানীয় সূত্রে জানা যায়, রমেশ সবর নামে এক ব্যক্তির নেতৃত্বে প্রতিদিন সন্ধ্যা নামলেই ওই এলাকায় জুয়ার আসর বসে। গভীর রাতে তারা বাড়ি ঘরে চুরি-ডাকাতিতে লিপ্ত হয়।

বাহুবল মডেল থানার ওসি মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযানে ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের হেফাজত থেকে  জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা প্রক্রিয়াধীন। তিনি আরও জানান, এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় এমন অভিযান চলমান থাকবে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট