
মাসুম বিল্লাহ,
বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাটের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ‘বাতিঘর’ খ্যাত লতিফ মাস্টার ফাউন্ডেশনের সায়েন্স অ্যান্ড টেকনোলজি ভবনের নির্মাণকাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শহরের আদালতসংলগ্ন খারদ্বার এলাকায় ফাউন্ডেশনের নিজস্ব জমিতে দোয়া ও মোনাজাতের মাধ্যমে উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াত শিক্ষাবিদ লতিফুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও সাবেক সচিব ড. ফরিদুল ইসলাম বাবলু। বিশেষ অতিথি ছিলেন সুপারিনটেনডেন্ট অব কাস্টমস শেখ আসাদুজ্জামান পান্না। এছাড়া উপস্থিত ছিলেন মো. অলিউজ্জাম মিনা, পরিচালক স্মার্ট টেকনিক্যাল ইনস্টিটিউটসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন খাদ্দার মসজিদের ইমাম মাওলানা নুরুল হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. ফরিদুল ইসলাম বাবলু বলেন,আমার পিতা প্রয়াত লতিফুর রহমান সারা জীবন শিক্ষা ও মানবতার সেবা করে গেছেন। তিনি বিশ্বাস করতেন, শিক্ষাই একটি সমাজকে বদলে দিতে পারে। তাঁর সেই স্বপ্ন বাস্তবায়নের অংশ হিসেবেই এই সায়েন্স অ্যান্ড টেকনোলজি ভবনের কাজ শুরু হলো। আমি আশা করি, এই প্রতিষ্ঠান থেকে ভবিষ্যতের বিজ্ঞানী, প্রকৌশলী ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ তৈরি হবে—যারা বাগেরহাটসহ দেশের উন্নয়নে অবদান রাখবে।
অতিথির বক্তব্যে মো. অলিউজ্জাম মিনা বলেন,
লতিফ মাস্টার ফাউন্ডেশন বাগেরহাটে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার একটি অনন্য প্রতিষ্ঠান। এখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজির আলাদা ভবন নির্মাণ শিক্ষার্থীদের হাতে-কলমে আধুনিক শিক্ষা গ্রহণের সুযোগ করে দেবে। আমরা সবাই মিলে এই ফাউন্ডেশনের পাশে থাকলে বাগেরহাট হবে প্রযুক্তিনির্ভর শিক্ষার একটি মডেল জেলা।
উল্লেখ্য, প্রয়াত শিক্ষাবিদ লতিফুর রহমানের স্মৃতিকে চিরজীবী রাখতে প্রতিষ্ঠিত লতিফ মাস্টার ফাউন্ডেশন বহু বছর ধরে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ সৃষ্টি, বৃত্তি প্রদান ও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে কাজ করে যাচ্ছে। নতুন এই সায়েন্স অ্যান্ড টেকনোলজি ভবন শিক্ষার্থীদের জন্য আধুনিক প্রযুক্তি শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।