
মোঃ কামাল হোসেন প্রধান জেলা প্রতিনিধি নরসিংদীঃ নরসিংদীতে অপরাধ দমনে জেলা পুলিশের অভিযান আরও জোরদার করা হয়েছে। নিয়মিত মামলা,পরোয়ানাভুক্ত আসামি,মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ৫৫ জনকে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার করেছে পুলিশ। নরসিংদী জেলায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা এবং অপরাধী এর বিরুদ্ধে কঠোর অবস্থান নিশ্চিতের অংশ হিসেবে জেলার সকল থানা ও ইউনিটকে মাঠে থাকতে নির্দেশনা দেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম,পিপিএম। এরই ধারাবাহিকতায় জেলা পুলিশের একাধিক টিম টানা অভিযান পরিচালনা করে।মাদকবিরোধী অভিযানে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক ব্যবসার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছেন।জেলা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অপরাধ দমনে তৎপরতা অব্যাহত থাকবে এবং মাদক, চাঁদাবাজি,ছিনতাই ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড এর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।