
মীর দুলাল।।
হবিগঞ্জের বাহুবল উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পাঁচজনকে গ্রেফতার করেছে বাহুবল মডেল থানা পুলিশ।
শনিবার গভীর রাত থেকে রবিবার ভোর পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটকের পর আসামিদের থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বাহুবল মডেল থানায় দায়ের হওয়া মামলা নং–০৯/১৭৬, তারিখ ১ নভেম্বর ২০২৫–এর এজাহারনামীয় ও তদন্তে চিহ্নিত আসামিদের মধ্যে গ্রেফতারকৃতরা হলেন, মোঃ শওকত আলী (২৭) পিতা: মোঃ শুক্কুর মিয়া, মাতা: জাহেদা খাতুন সাং: চকমন্ডল কাপন, থানা: বাহুবল, জেলা: হবিগঞ্জ, মোঃ লিয়াকত আলী (৩৩)
পিতা: মোঃ শুক্কুর মিয়া, মাতা: জাহেদা খাতুন
সাং: চকমন্ডল কাপন, ২নং পুটিজুরী ইউপি, থানা: বাহুবল, জেলা: হবিগঞ্জ, জুয়েল মিয়া (৩৮)
পিতা: আব্দুল মতিন, মাতা: শান্তি বেগম
সাং: মন্ডলকাপন, থানা: বাহুবল, জেলা: হবিগঞ্জ, মোঃ তোফায়েল আহমদ ওরফে তন্ময় (২১)
পিতা: মৃত মন্নান মিয়া, মাতা: রুপিয়া খাতুন
সাং: পানিউমদা (হুরারপাড়া), থানা: নবীগঞ্জ
বর্তমান ঠিকানা: নোয়াপাড়া, ২নং পুটিজুরী ইউপি (নানা আব্দাল মালেকের বাড়ি), থানা: বাহুবল, জেলা: হবিগঞ্জ, নজরুল ইসলাম (২৪) পিতা: মোঃ মেহের আলী, মাতা: জাহানারা খাতুনসাং: কালনী নোয়াবাদ, ৪নং রিচি ইউপি, হবিগঞ্জ।
বর্তমান ঠিকানা: পুটিজুরী বাজারস্থ আছকির মিয়ার বাড়ি, থানা: বাহুবল
থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। তাদেরকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে এবং মামলাটি অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। মামলার অন্যান্য দিকও খতিয়ে দেখা হচ্ছে।”
পুলিশের এই অভিযানে এলাকায় স্বস্তির পরিবেশ সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
সম্প্রতি পুটিজুরী বাজারে ডেবিল গ্রেফতার করতে গেলে পুলিশের উপর হামলা করে সন্ত্রাসীরা। এ সময় পুলিশের কাছ থেকে জসীম নামের এক ডেবিলকে ছিনিয়ে নিয়ে যায় তারা।