
পলাশ বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ – ০৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া)
আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন,আমার দল প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়।আমিও ব্যক্তিগত ভাবে প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নই। প্রতিহিংসার রাজনীতিকে আমি ঘৃণা করি।
সোমবার ১৯ জানুয়ারী গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ শেষে স্থানীয় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন,দেশের জনগণের প্রতি আমার দলের চেয়ারম্যান তারেক রহমানের অগাধ ভালোবাসা রয়েছে।তাঁর (তারেক রহমান) মতো আমিও এ জনপদের মানুষদেরকে ভালোবেসে সুখে-দুখে এদের পাশে থাকতে চাই।
কোটালীপাড়া-টুঙ্গিপাড়া উপজেলার উন্নয়নের কথা বলতে গিয়ে এস এম জিলানী বলেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে মাদক নির্মূলসহ শিক্ষা,স্বাস্থ্য,কৃষি,যোগাযোগ, নারী উন্নয়নের মধ্য দিয়ে তারেক রহমানের ৩১দফা বাস্তবায়ণে কাজ করবো।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন,সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার,পৌর বিএনপির সভাপতি ইউছুপ আলী দাড়িয়া,সাধারণ সম্পাদক ওলিয়ার রহমান হাওলাদারসহ বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী সাথে ছিলেন।
[1/19, 7:04 PM] রাজু- রাজশাহী প্রতিনিধি: আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ
মো রাজু আহমেদ( রাজশাহী) জেলা প্রতিনিধি:
রাজশাহীতে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানকে শোকজ করেছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।
রোববার (১৮ জানুয়ারি) কমিটির পক্ষ থেকে রাজশাহীর যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোছা. কামরুন নাহার এ সংক্রান্ত কারণ দর্শানোর নোটিশ পাঠান।
নোটিশে অধ্যাপক মুজিবুর রহমানকে মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজশাহীর যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতে স্বশরীরে হাজির হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে
নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি জানায়, অধ্যাপক মুজিবুর রহমানের বিরুদ্ধে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আচরণবিধি লঙ্ঘনের একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ অনুযায়ী, তাঁর উপস্থিতিতে গোদাগাড়ীর রিশিকুল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে একটি উঠান বৈঠকে বিরোধী দলের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দেওয়া হয় এবং প্রকাশ্যে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট প্রার্থনা করা হয়। ওই বৈঠকের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়।
নোটিশে উল্লেখ করা হয়, বৈঠকে তাঁর পক্ষে বক্তব্যে বলা হয়—“সবকিছু এদের কাছে নিরাপদ নয়। মুজিবুর রহমান একজন ভালো মানুষ। আগামীতে নিরাপত্তাপূর্ণ স্বাধীন বাংলাদেশ বিনির্মাণের জন্য ন্যায়ের পক্ষে, আল-কুরআনের পক্ষে সবাই মিলে দাঁড়িপাল্লাকে বিজয়ী করবেন।