
মীর দুলাল।। হবিগঞ্জের বাহুবলে অবৈধভাবে মাটি উত্তোলন প্রতিরোধ, নির্বাচনে আচরণ বিধি পর্যবেক্ষণ ও সড়কে শৃঙ্খলা রক্ষায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। একই সাথে ড্রাইভিং লাইসেন্স ও রেজিষ্ট্রেশন, টেক্স টোকেন না থাকায় সড়ক পরিবহন আইন-২০১৮ এর আলোকে ৭টি মামলায় ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
সোমবার (১৯ জানুয়ারী) বিকালে বাহুবল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুল ইসলাম মিরপুর, লামাতাসি ও সদর ইউনিয়নের বিভিন্ন জায়গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অবৈধভাবে মাটি উত্তোলন প্রতিরোধ, নির্বাচনকে সামনে রেখে সড়কে শৃঙ্খলা আনয়ন ও আচরণ বিধি পর্যবেক্ষণসহ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন থানা পুলিশ ও সেনা সদস্যরা।
সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল ইসলাম জানান, জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।
#