
তাইয়েব ইবনে ফারুকী, ময়মনসিংহ
ভালুকায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশে কার্টনের ভেতর পড়ে থাকা এক নবজাতক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার হাজিরবাজার এলাকায় মহাসড়কের পাশে একটি কার্টন পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে কৌতূহলবশত কার্টনের কাছে গিয়ে তারা ভেতরে একটি নবজাতক শিশুকে দেখতে পান। বিষয়টি নিশ্চিত হওয়ার পর স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নবজাতকটিকে উদ্ধার করে। পরে শিশুটিকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সাক্ষীদের বরাতে জানা যায়, ঘটনার অল্প আগে দুজন অপরিচিত যুবক একটি মোটরসাইকেলে করে এসে ওই কার্টনটি মহাসড়কের পাশে ফেলে দ্রুত সেখান থেকে চলে যায়। কার্টন ফেলার সময় তাদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় স্থানীয়দের ধারণা, ফেলে দেওয়ার সময় শিশুটি জীবিত থাকতে পারে।
পুলিশের প্রাথমিক ধারণা, অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা নবজাতক শিশুটিকে কার্টনের ভেতর রেখে মহাসড়কের পাশে ফেলে যায়। তবে এখনো শিশুটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএম মেহেদি মাসুদ জানান, নবজাতক শিশুটির পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য মরদেহটি ভালুকা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান।