
পলাশ বিশ্বাস, গোপালগঞ্জ
জেলা প্রতিনিধি।
গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায় কলাবাড়ী ইউনিয়নের বুরুয়া গ্রামের ভবানন্দ বিশ্বাস এবছর টমেটো চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন। বাড়ির উত্তর পার্শে মাছের ঘেরের চার পাড়ে টমেটো চাষ ভালো ফলোনের আশায় সোনালী স্বপ্ন দেখছেন। ভবানন্দ পেশায় একজন মেকানিক হলেও
কৃষি কাজের উপর পেশাগত দক্ষতা রয়েছে। পরিকল্পনা মাফিক ফসল উৎপাদনে তার জুড়ি নেই। আগাম টমেটো চাষে
ইতোমধ্যে প্রতিটি গাছে ফল ধরেছে। টমেটোর ভরে গাছগুলো নুয়ে পড়ছে। কিছু দিনের মধ্যে টমেটো বিক্রির জন্য
বাজারজাত করা হবে। আশা করা হচ্ছে প্রতি কেজি টমেটো ৮০ টাকা হতে ৯০ টাকা কেজি দরে বিক্রি হবে। ভবানন্দ বিশ্বাস জানান, খরচ পুষিয়ে এবার আড়াই লাখ থেকে তিন লাখ লাভ করা সম্ভব হবে।