
মীর দুলাল।। হবিগঞ্জ জেলা ছাত্রদলের প্রস্তুতি সভা চলাকালে চাইনিজ কুড়ালসহ এক যুবককে আটক করেছেন
সেনাবাহিনী।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হবিগঞ্জ আগমন উপলক্ষে সোমবার বিকাল ৫টায় জেলা বিএনপির কার্যালয়ে জেলা ছাত্রদলের প্রস্তুতি সভা চলছিল।
সভা চলাকালে কার্যালয়ের সামনে এক যুবকের সন্দেহজনক ঘোরাফেরা নজরে এলে উপস্থিত নেতাকর্মীরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় ওই যুবক অসংলগ্ন ও সন্দেহজনক কথা-বার্তা বললে তার শরীর তল্লাশি করা হয়। তল্লাশিতে তার শার্টের ভেতর লুকানো অবস্থায় একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
পরবর্তীতে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে ওই যুবককে আটক করে নিয়ে যান। আটককৃত যুবক প্রিতম দাস (১৭) জেলার বানিয়াচং উপজেলার গুণই গ্রামের পরিমল দাসের ছেলে।
সেনাবাহিনী জিজ্ঞেসাবাদ শেষে হবিগঞ্জ সদর থানা আটককৃত যুবক কে হস্তান্তর করা হয়।
হবিগঞ্জ সদর থানা পুলিশের সুত্রে যানা যায় আইনি ব্যবস্থা গ্রহণ করে আগামীকাল আদালতে প্রেরণ করা হবে।