
মীর দুলাল।। হবিগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল জলিল গ্রেফতার হয়েছেন।
মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শায়েস্তাগঞ্জ গালস স্কুল রোড এলাকায় অভিযান চালিয়ে সেনাবাহিনীর একটি দল তাকে আটক করে।
পরে তাকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
আব্দুল জলিল শায়েস্তাগঞ্জের মহলুল সুনাম এলাকার মৃত হাজী আব্দুন নুরের ছেলে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম জানান, সেনাবাহিনী তাকে আটক করে থানায় হস্তান্তর করেছে।
তার বিরুদ্ধে মারামারি মামলার ওয়ারেন্ট রয়েছে। আজ বুধবার তাকে আদালতে পাঠানো হবে।