মোঃ লিটন উজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি :-
কুষ্টিয়ায় পদোন্নতি প্রাপ্ত ০৩ জন পুলিশ সদস্যকে র্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মহোদয়।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর ২০২৪ খ্রি.) তারিখে তারিখে পুলিশ সুপার কুষ্টিয়ার কার্যালয়ে কেন্দ্রীয় মেধা তালিকা অনুসারে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পদ বিভাজনকৃত কুষ্টিয়া জেলার বিদ্যমান পদোন্নতিযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে কনস্টেবল/১৩৭১ অসীম কুমার দেবনাথ, এএসআই (নিরস্ত্র) পদে কনস্টেবল/১২৭৭ মোঃ ছিদ্দিকুর রহমান, এএসআই (নিরস্ত্র) পদে এবং কনস্টেবল/৭৮৪ মোহাম্মদ আব্দুর রাজ্জাক নায়েক পদে পদোন্নতি পাওয়ায় র্যাংক ব্যাজ পরিয়ে দেন কুষ্টিয়া জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয়।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব পলাশ কান্তি নাথ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত দায়িত্বে (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) কুষ্টিয়া, সহকারী পুলিশ সুপার মিরপুর সার্কেল,কুষ্টিয়া, জনাব আব্দুল খালেক, সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।