
মোঃহেলাল উদ্দিন পানছড়ি,খাগড়াছড়ির প্রতিনিধিঃ
পানছড়িতে ফাতেমা নগর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে পানছড়ি উপজেলা যুবদল। এতে সহযোগিতা করেছে পানছড়ি উপজেলা বিএনপি।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে উপজেলার ওই বিদ্যালয়ে শিক্ষা সামগ্রী হিসেবে এক সেট কম্পিউটার , ইউপিএস, প্রিন্টার উপহার হিসেবে শিক্ষার্থীদের নিকট হস্তান্তর করেন পানছড়ি উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।
খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন জানান, আমরা জানতে পারি এই বিদ্যালয়ে কম্পিউটার সামগ্রীর অভাব। বিদ্যালয়ের কোন কাজ করতে হলে বাজারে যেতে হয়। আমার পানছড়ি উপজেলার যুবদলের তত্বাবধানে এইসব সামগ্রী আমরা শিক্ষার্থীদের হাতে তুলে দিতে পেরে আমরা খুবই আনন্দিত। আমরা সবসময়ই এমন সেবামূলক কাজে সবার আগে থাকবো।