1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বুধবার, ০৭ মে ২০২৫, ০৫:৪৪ পূর্বাহ্ন

গোপালগঞ্জে হাসনাত আব্দুল্লাহ উপরে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল! 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১ বার পড়া হয়েছে

 

লুৎফর সিকদার-গোপালগঞ্জ প্রতিনিধি:

 

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ’র উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ জেলা শাখা এ কর্মসূচী পালন করে।আজ মঙ্গলবার (৬মে) বিকাল ৫টায় স্থানীয় প্রেসক্লাসের সামনে বঙ্গবন্ধু সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করে নেতাকর্মীরা। মানববন্ধন চলাকালে কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ আরিফুল দাড়িয়া, জেলা সংগঠক রুম্মান হোসেন রিমন, মো. বাবুল হোসেন, আতাউর রহমান, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের মো. লিমন বক্তব্য রাখেন। এসময় বক্তরা বলেন, গাজীপুরে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ’র উপর ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে। এ হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের লঞ্চঘাট এলাকায় গিয়ে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট