1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১০:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
খাগড়াছড়ি সহায় পরিবারকে গৃহ নির্মান করে দিলেন বিএনপি! বানিয়াচংয়ে আ: লীগের সাবেক সভাপতি ফরিদ মিয়া গ্রেফতার! বাহুবল কলেজ ছাত্রলীগ সভাপতি রায়হান গ্রেফতার! সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৮ বন্দীর মুক্তি! মুরাদনগর মাদক ব্যবসায়ী  রুবি ও দুই সন্তানকে পিটিয়ে হত্যা! হবিগঞ্জে দুষ্কৃতিকারীর ছুরিকাঘাতে এসএসসি পরিক্ষার্থী খুন! মুরাদনগরে হিন্দু নারীর বাড়িতে সাবেক প্রতিমন্ত্রী কায়কোবাদ! ছাত্রদল নেতার মৃত্যুদন্ডের রায় স্থগিত করে মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল! নরসিংদীতে ১১ কেজি গাঁজাসহ একজন ও শিবপুরে ৭ জন জুয়ারী গ্রেফতার । বিজয়নগরে ৬২ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেফতার।

মুরাদনগরে হিন্দু নারীর বাড়িতে সাবেক প্রতিমন্ত্রী কায়কোবাদ!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার-মোঃ আমির হোসেন ভূইয়া।

কুমিল্লার মুরাদনগরে সংঘটিত হিন্দু নারী নির্যাতনের ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়াতে শনিবার দুপুরে ওই নারীর বাড়িতে ছুটে যান কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

তিনি ভুক্তভোগী নারী ও তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের খোঁজখবর নেন এবং ন্যায়বিচারের আশ্বাস দেন। এসময় তিনি বলেন, “এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। কোনোভাবেই এ ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না। আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের দল আপনাদের পাশে আছি।”

সাবেক প্রতিমন্ত্রী কায়কোবাদ ভুক্তভোগী পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন এবং তাদের চিকিৎসা, আইনি সহায়তা ও নিরাপত্তার বিষয়টি তদারকি করার আশ্বাস দেন। তিনি পরিবারের সদস্যদের ধৈর্য ধরতে অনুরোধ করেন এবং বলেন, “আমরা চাই দোষীরা দ্রুত গ্রেপ্তার হোক এবং তাদের কঠোর শাস্তি হোক।”

তার উপস্থিতিতে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে আসে। গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কায়কোবাদের এই পদক্ষেপকে স্বাগত জানান এবং এলাকার অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

এই ঘটনার প্রতিবাদে মুরাদনগর উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে। একইসাথে ভুক্তভোগী পরিবার ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোর বিষয়ে তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট