মোঃ সাইফুর রহমান,
আজমিরিগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ
হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জে বাংলাদেশ প্রেসক্লাব আজমিরীগঞ্জ শাখা কর্তৃক ”অভিষেক অনুষ্ঠান ও সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা ” অনুষ্ঠিত হয়েছে । ১২ জুলাই ২০২৫, শনিবার দুপুর ১২ টায় বাংলাদেশ প্রেসক্লাব আজমিরীগঞ্জ উপজেলা শাখার নিজস্ব অফিসে জাঁকজমকপূর্ণভাবে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব আজমিরিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ শিবলুর রহমান এবং সঞ্চালনা করেন বাংলাদেশ প্রেসক্লাব আজমিরিগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ আফলাক আহম্মেদ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত অধ্যক্ষ মেট্রোপলিটন ল কলেজ সিলেট , এডভোকেট ড. মোঃ শহীদুল ইসলাম, বাংলাদেশ প্রেসক্লাব হবিগঞ্জ জেলার প্রতিষ্ঠাতা সভাপতি ও সাধারণ সম্পাদক সিলেট বিভাগ সাংবাদিক শেখ আব্দুল কাদির কাজল।
প্রধান আলোচক ছিলেন প্রতিষ্ঠাতা বাংলাদেশ প্রেস ক্লাবের হবিগঞ্জ জেলা ও সিলেট বিভাগীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক এম. এ হান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
বাংলাদেশ প্রেস ক্লাব হবিগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোতালেব তালুকদার দুলাল,সাংবাদিক আব্দুল হান্নান ,বাংলাদেশ প্রেসক্লাব মাধবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক আনোয়ার হোসেন বিলাল ,হবিগঞ্জ জেলার বিভিন্ন থানা থেকে আগত সাংবাদিক বৃন্দ, আরও উপস্থিত ছিলেন সম্মানিত উপদেষ্টামন্ডলী,সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু করা হয়।
এরপর নতুন কার্যনির্বাহী কমিটির পরিচিতি পর্ব ও অভিষেক অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে এক ঘণ্টাব্যাপী সাংবাদিকদের প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ড. শহীদুল ইসলাম বলেন, সাংবাদিকতার সংগঠনের জন্ম ইংল্যান্ডে ১৬৩৩ ইং সনে তার ৫০ বছর পর অর্থাৎ ১৬৮৩ ইং সনে আমেরিকা হয়ে এই উপমহাদেশে আসে।
প্রেস ক্লাবের নতুন নেতৃত্ব যেন পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করে, সেই প্রত্যাশা রেখে তিনি তার বক্তব্য শেষ করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উক্ত কমিটির উপদেষ্টা মণ্ডলী বিশেষ অতিথিবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং জেলার বিশিষ্ট সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠান শেষে নতুন কমিটির সদস্যদের ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করা হয়।