1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম ক্লোজড। গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে অপপ্রচারে নিন্দা ও প্রতিবাদ। গোপালগঞ্জে শিশু অপহরণের ২৪ ঘণ্টায় উদ্ধার-আটক ১ সিলেট গার্ডেন সিটি রোটারি ক্লাবের তৃতীয় বোর্ড সভা ও সেবামূলক কার্যক্রম সম্পন্ন। নারা:গঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষে সেচ্ছায় রক্তদান কার্যক্রম অনুষ্ঠিত!  গোয়াইনঘাটে সামাজিক অবক্ষয় রোধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত। নরসিংদীর শিবপুরে চাচাতো দুই ভাইকে হত্যার আসামি গ্রেফতার। পানছড়িতে বিজিবির অভিযানে অবৈধ চোরাই কাঠ আঠক নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী ইলিয়াস আহমদের গণসংযোগ। এ যেন মহাসড়ক নয়, খানাখন্দে ভরা এক খাল

শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় ঈদে মিলাদুন্নবী (দঃ) বার্ষিক সভা অনুষ্ঠিত! 

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

 

“মানবতা প্রদর্শনের মাধ্যমে ঐশী প্রেম অর্জন করাই ঈদে মিলাদুন্নবী (স.)-এর মূল তাৎপর্য।“ বিশিষ্ট মাইজভাণ্ডারী গবেষক ও লেখক জনাব মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী বলেছেন, “প্রিয় রাসুল (স.) এর পবিত্র সত্তা আল্লাহর সর্বশ্রেষ্ঠ রহমত। ইহকাল ও পরকালে তাঁরই রহমতের বারিধারা প্রবাহিত। তাঁর গুণগান, শান-মান, মর্যাদা ও মাহাত্ম্য স্মরণ করা এবং আলোচনা করা আল্লাহর আনুগত্যের নামান্তর।”

আশেকানে হক ভাণ্ডারী, শোকর এ মওলা মঞ্জিলের ব্যবস্থাপনায় গত ৫ সেপ্টেম্বর, ২০২৫ ইং, শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের ফটিকছড়ির হারুয়ালছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) ও আশেকানে হক ভাণ্ডারী শোকর এ মওলা মঞ্জিলের বার্ষিক সাধারণ সভা উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, মিলাদ ও জিকিরে সেমা মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

সংগঠনের সভাপতি মুহাম্মদ আজমের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক নেওয়াজ শাহরিয়ার আসিফের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন মাদ্রাসা-এ-গাউসুল আজম মাইজভাণ্ডারীর আরবি প্রভাষক মাওলানা মুজিবুল হক। বিশেষ অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি, ফটিকছড়ি খ জোনের সাংগঠনিক সমন্বয়ক মাস্টার আহমদ হোসেন, মাহবুব সওদাগর ও মুহাম্মদ শহীদুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে জনাব মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী মাইজভাণ্ডারী আরও বলেন, “আল্লাহর রাসুল (স.) এর আদর্শ ও শিক্ষা অনুসরণের মাধ্যমে মানবতাবোধ, ঐশী প্রেম এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার এক পবিত্র ও আধ্যাত্মিক উপলক্ষ। হুজুর গাউসুল আজম সৈয়দ আহমদ উল্লাহ (ক.) মাইজভাণ্ডারীর দর্শন অনুসারে নবী (স.)-এর জীবন ও শিক্ষার মাধ্যমে আল্লাহর পথ অনুসরণ করা এবং মানবতার প্রতি সর্বোচ্চ সম্মান ও ভালোবাসা প্রদর্শনের মাধ্যমে ঐশী প্রেম অর্জন করাই ঈদে মিলাদুন্নবী (স.) দিবসের মূল তাৎপর্য।
মাইজভাণ্ডারী দর্শন জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষকে নৈতিকতার ওপর ভিত্তি করে ঐক্যবদ্ধ করে এবং বিশ্বভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করে। এই দর্শন জাতিগত ও ধর্মীয় ভেদাভেদ নিরসন করে মানুষকে ভালোবাসা ও ভক্তির মাধ্যমে একতার পথে আহ্বান করে, যেখানে মূল লক্ষ্য থাকে মানবতার বিকাশ ও সত্য উপলব্ধির দিকে ধাবিত হওয়া। আর নিজেকে আত্মসমর্পণ না করলে মাইজভাণ্ডারী দর্শনের রহস্য বোঝা যাবে না।”

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক পূর্বকোণ-এর সাংবাদিক জনাব আলতাফ মিয়া এবং দৈনিক দেশ রূপান্তর-এর সাংবাদিক জনাব মোহাম্মদ রফিক।
আলোচনায় অংশ নেন শোকর এ মওলা মঞ্জিলের উপদেষ্টা সৈয়দ শফিউল আজিম সুমন, এস এম এমরান, সংগঠনের নির্বাহী সদস্য মুহাম্মদ ওমর ফারুক ও মোহাম্মদ সজীবুল হাসান চৌধুরী।

সভায় আগামী এক বছরের জন্য আশেকানে হক ভাণ্ডারী, শোকর এ মওলা মঞ্জিলের ৮ সদস্যের উপদেষ্টা কমিটি এবং ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। মাইজভাণ্ডারী গবেষক ও লেখক জনাব মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী প্রধান উপদেষ্টা, ব্যাংকার মুহাম্মদ আজম ও ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইব্রাহিম পুনরায় সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট