1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম ক্লোজড। গোয়াইনঘাটে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের বিরুদ্ধে অপপ্রচারে নিন্দা ও প্রতিবাদ। গোপালগঞ্জে শিশু অপহরণের ২৪ ঘণ্টায় উদ্ধার-আটক ১ সিলেট গার্ডেন সিটি রোটারি ক্লাবের তৃতীয় বোর্ড সভা ও সেবামূলক কার্যক্রম সম্পন্ন। নারা:গঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষে সেচ্ছায় রক্তদান কার্যক্রম অনুষ্ঠিত!  গোয়াইনঘাটে সামাজিক অবক্ষয় রোধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত। নরসিংদীর শিবপুরে চাচাতো দুই ভাইকে হত্যার আসামি গ্রেফতার। পানছড়িতে বিজিবির অভিযানে অবৈধ চোরাই কাঠ আঠক নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী ইলিয়াস আহমদের গণসংযোগ। এ যেন মহাসড়ক নয়, খানাখন্দে ভরা এক খাল

এ যেন মহাসড়ক নয়, খানাখন্দে ভরা এক খাল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

 

কুমিল্লা প্রতিনিধিঃ মোঃ আমির হোসেন ভূঁইয়া।

কুমিল্লা-সিলেট মহাসড়কের বর্তমান চিত্র যেন কোনো সড়ক নয়, বরং খানাখন্দে ভরা এক খাল। বিশেষ করে মুরাদনগর ও দেবিদ্বার উপজেলার মধ্য দিয়ে যাওয়া এ মহাসড়ক প্রতিদিন হাজারো মানুষের চলাচলের একমাত্র ভরসা হলেও এর বেহাল অবস্থা যাত্রী ও চালকদের চরম ভোগান্তিতে ফেলছে।

মুরাদনগরের কোম্পানিগঞ্জ বাজার এলাকায় সড়কটি এখন প্রায় অচলপ্রায়। বিশাল গর্ত আর উঁচু নিচু অংশের কারণে ছোট থেকে বড় সব ধরনের যানবাহন চলছে মারাত্মক ঝুঁকি নিয়ে। সামান্য বৃষ্টিতেই এসব গর্ত পানিতে তলিয়ে যায়। তখন গর্তের গভীরতা বোঝা যায় না, ফলে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন চালক ও যাত্রীরা।

গত ২৭ আগস্ট কুমিল্লার ময়নামতি থেকে কোম্পানিগঞ্জ পর্যন্ত বিভিন্ন স্থানে রাস্তার বেহাল অবস্থা ঘিরে স্থানীয়রা বিক্ষোভও করেছে। তাদের একটাই দাবি জনগণের ভোগান্তি কমাতে দ্রুত সংস্কার কার্যক্রম শুরু করা হোক।

রাস্তার কোথাও কয়েক ফুট লম্বা গর্ত, আবার কোথাও হঠাৎ বসে গেছে অংশবিশেষ। এসব গর্তে গাড়ি পড়লেই উল্টে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। যাত্রীদের জন্য এ যাত্রা পরিণত হয়েছে আতঙ্কে, আর চালকদের জন্য যেন জীবন বাজি রাখা এক যুদ্ধ।

স্থানীয়রা অভিযোগ করেছেন, অস্থায়ীভাবে সংস্কার করা হলেও কয়েক দিনের মধ্যেই সড়ক আবার আগের অবস্থায় ফিরে যায়। এতে দুর্ঘটনা বেড়ে চলেছে, আর ভোগান্তি পরিণত হয়েছে নিত্যদিনের সঙ্গী।

এদিকে কোম্পানিগঞ্জ বাজার এলাকায় যানজট পরিস্থিতি আরও ভয়াবহ করেছে। সড়কের মাঝখানে ডিভাইডার দেওয়া হলেও যানজট কমেনি। রাস্তা প্রশস্ত করা হলেও তা দখল করে রেখেছে সিএনজি, অটোরিকশা ও অন্যান্য যানবাহন। চালকদের দাবি, নির্দিষ্ট স্ট্যান্ড করে দেওয়া হলে যানজট অনেকটা কমে যাবে।

তাদের অভিযোগ, এখনকার মতো সড়কে গাড়ি চালানো মানেই মৃত্যুর ঝুঁকি মাথায় নেওয়া। তাই দ্রুত ও কার্যকর সংস্কারকাজ শুরু করার জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট