সিলেটে শিক্ষার্থী ও পুলিশের সংঘর্ষ!
আবুল কালাম (আজাদ) স্টাফ রিপোর্টার সিলেট বিভাগীয় প্রতিনিধি:।
সিলেটে আন্দোলরত শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ চলছে। শনিবার বিকেল ৫ টার দিকে উভয়পক্ষে সংঘর্ষ শুরু হয়।
এরপর থেকে থেমে থেমেই তা চলছিল। এসময় পুলিশ গুলি টিয়ারসেল সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। আর শিক্ষার্থীদের ইট-পাটকেল ছুঁড়তে দেখা গেছে।
এর আগে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নিহত ও হামলার প্রতিবাদে ছাত্র-জনতার ৯ দফা দাবিতে বিকেলে বিক্ষোভ কর্মসূচি পালন করতে চৌহাট্টায় কেন্দ্রীয় শহিদ মিনারে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা।
দুপুর ২টার দিকে তারা চৌহাট্টা পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
বিকেল ৫টার দিকে উভয়পক্ষে সংঘর্ষ শুরু হয়। এতে একজন পুলিশ সদস্যসহ কয়েকজন শিক্ষার্থীও আহত হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এরপর বিক্ষোভকারীরা পিছু হটতে থাকেন।
সন্ধ্যা ৬টার দিকে এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত শিক্ষার্থীরা আম্বরখানা–দরগাগেইট এলাকায় পাড়া মহল্লায় দলবে দে বেদের অবস্থান করছেন, তবে চৌহাট্টা ও আশপাশ এলাকা এখন সম্পূর্ণ পুলিশের নিয়ন্ত্রণে।