রুহুল আমিন সুজন- গাজীপুর প্রতিনিধি।
গাজীপুরের শ্রীপুরের ধনুয়া এলাকায় আর এ কে সিরামিকস টাইলস অ্যান্ড স্যানিটারি প্ল্যানের শ্রমিকরা বিগত বছরের ইনক্রিমেন্ট ও ভারতীয় কর্মকর্তাদের বহিষ্কারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কর অবরোধ করে কারখানার শ্রমিকরা।
বুধবার ৪ সেপ্টেম্বর সকাল ৫ টা থেকে শ্রমিকরা প্রথমে কারখানার মূল গেটে অবস্থান করে।পরে সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুই পাশে বেশ কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।এতে দুর্ভোগে পরে কয়েক হাজার সাধারন যাত্রীগণ।
কারখানার শ্রমিকরা দাবি তুল বলেন,গত বছরের ইনক্রিমেন্ট বেতন বৃদ্ধি এখনও কার্যকর হয়নি।
প্রতি বছরের ইনক্রিমেন্ট ফেব্রুয়ারি মাসে দেওয়ার কথা থাকলেও তা আজও পাইনি। এদিকে ভারতীয় কর্মকর্তাদের অসৎ বৈষ্যর্ম আচরণ ও স্বেচ্ছাচারিতার কারণে তাদের বহিষ্কারের দাবি তুলেন তারা।
কারখানার স্যানিটারি ওয়ারের কাস্টিং সুপার ভাইজার মেহেদী হাসান বলেন,আমাদের গত বছরের ইনক্রিমেন্ট ফেব্রুয়ারি মাসে দেওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত তা আমরা পায় নাই।
কর্তৃপক্ষকে বার বার বলা হলেও কোন সমাধান দেয়নি তারা।
আর আমাদের কারখানার প্রায় শতাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা ভারতীয়।
তাদের সাথে আমাদের মতামতের মিল পড়ে না। তারা আমাদের কোন দাবি-দাওয়া মানতে রাজি হয় না।
মাঝে মধ্যেআমাদের সাথে অসৎ বৈর্ষম্য আচরণ করে। তাই আমরা ভারতীয় কোন কর্মকর্তা এই অফিসে চায়না
কারখানার টাইলস প্লানের ল্যাব ইনচার্জ শ্রী বিবেদ বলেন,প্রতিবছরের ফেব্রুয়ারি মাসে ইনক্রিমেন্ট দেওয়ার কথা থাকলেও এ বছর আগস্ট চলে গেল ইনক্রিমেন্ট দেননি।
গত দুই দিন আগে কারখানার সিইও এইচ আর এডমিন ম্যানেজার এবং প্ল্যান্ট ম্যানেজার সহ কর্তৃপক্ষরা বলেছে ফেব্রুয়ারি মাস থেকে আগস্ট মাস পর্যন্ত এরিয়া করে ইনক্রিমেন্ট টাকা বেতনের সাথে প্রদান করবেন।
কিন্তু গত মাসের বেতন পেলেও আমরা ইনক্রিমেন্টের টাকা পাইনি। যা বাধ্য হয়ে আমরা মহাসড়কে আন্দোলনে নেমেছি নেমেছি।
কারখানার কাস্টার ম্যান আল আমিন বলেন গত বছরের ইনক্রিমেন্ট এখনো আমরা পাইনি।
প্রতিবছরের ফেব্রুয়ারিতে দিলেও আজও আমরা তাদের দিকে তাকিয়ে আছি। কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে কথা বলার পরও কোন প্রকার সমাধানের আশ্বাস পাওয়া যায়নি।
বাধ্য হয়ে আমরা মহাসড়ক নেমেছি আমাদের দাবির না মানা পর্যন্ত মহাসড়ক থেকে শ্রমিকরা যাবে না।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর শ্রীপুর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার এসএম আজিজুল হক জানান, বুধবার সকাল থেকেই কয়েকটি শিল্প প্রতিষ্ঠানে আন্দোলন করছিল শ্রমিকরা।
পরে সেনাবাহিনী ও শ্রীপুর থানা পুলিশের সহায়তায় কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সাথে আলোচনা করে দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে চলে যায় এবং মহাসড়কে যান চলাচল শুরু হলে স্বাভাবিক শুরুকরে যান চলাচল।
বেলা ১১টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর অংশে যান চলাচল পুরো দমে স্বাভাবিক হয়েছে।
কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা আব্দুর রাজ্জাকের সাথে যোগাযোগ করা হলে এ বিষয়ে তিনি সংবাদ মাধ্যেমে কোন কথা বলতে রাজি হননি।