মীর দুলাল বিশেষ প্রতিবেদন!
সিলেটের সুনামগঞ্জ ছাতকে ৬০ বস্তা ভারতীয় চিনিসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
শুত্রবার (৪ অক্টোবর২৪) ইং সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলী এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতাররা হলেন, ছাতকের আলী হোসেন (৩৫), ফয়সল মিয়া (৪০) ও ননীগাঁও গ্রামের কামরান হোসেন (২০)।
পুলিশ জানায়, শুল্ক ফাঁকি দিয়ে সুনামগঞ্জের দোয়ারা বাজারের সীমান্ত থেকে একটি পিকআপে করে অবৈধভাবে ভারতীয় চিনি আসছে এমন খবরে বিশেষ অভিযানে নামে পুলিশ।
পরে সুরমা সেতু এলাকায় একটি পিকআপ থামিয়ে তল্লাশি চালায়।
ওই গাড়ি থেকে ৬০ বস্তা ভারতীয় চিনি পাওয়া যায়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলী বলেন, আটকদের বিরুদ্ধে ছাতক থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।