1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ০৭:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
চুনারুঘাটে সেনাবাহিনীর অভিযানে ইয়াবা, নগদ টাকাসহ নারী আটক। বৃন্দাবন সরকারি কলেজের বিভাগীয় প্রধানের পি.আর.এল -এ গমন কোম্পানীগঞ্জে শাহ আরেফিনে অবৈধ পাথর উত্তোলন বন্ধে ডিসির অভিযান। স্বেচ্ছাসেবক দল মহানগরের আহ্বায়কের নেতৃত্বে, গণপ্রচারণা অনুষ্ঠিত।  পাংশায় জবাই করে হত্যা মামলায় ১০জনের যাবজ্জীবন। সুন্দরবনে নিখোঁজ মার্কিন নারী পর্যটকের মরদেহ উদ্ধার সরকারি অনুদানে নির্মিত সাকো প্রভাব খাটিয়ে নিজের নামে নামফলক ও সুবিধা ভোগের অভিযোগ। বাহুবলে পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার।  শায়েস্তাগঞ্জ পুরাতন ব্রিজের পাশে রাতে আঁধারে মাটি উত্তোলনের মহোৎসব। ঘোড়াঘাটে সাব রেজিস্ট্রার অফিসের দাবিহীন ১৫ শতাধিক দলিল অগ্নিদগ্ধ করা হয়।

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বী  উৎসব দুর্গাপূজা!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ৮৯ বার পড়া হয়েছে

 

কালীগন্জ(ঝিনাইদহ) প্রতিনিধি।

শুভ বিজয়া দশমী রবিবারে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বী ভাই বোনদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। বিসর্জনের সময় এগিয়ে আসায় মণ্ডপে মণ্ডপে বিদায় ও বিষাদের ধ্বনি বাজতে শুরু করেছে। আজ রোববার (১৩ অক্টোবর) দুপুর ২টার পর থেকেই প্রতীমা বিসর্জন শুরু হয়েছে। কোথাও কোথাও সে আনুষ্ঠানিকতা আজ কান্নায় রুপ নিয়েছে।

এদিকে দশমীর দিনে মণ্ডপে মণ্ডপে দেবী দুর্গাকে সিঁদুর দেয়ার মাধ্যমে সিঁদুর খেলায় মাতেন হিন্দু ধর্মালম্বী ভাই বোনরা। সনাতন ধর্মাবলম্বীর ভক্তরা জানান, দেবীদূর্গার কাছে বিশ্বের সকল অশুভ শক্তির পরাজয় এবং মানব জীবনে শান্তির প্রার্থনা করেছেন তারা।

হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী, প্রতি শরতে কৈলাস ছেড়ে কন্যারূপে মর্ত্যলোকে আসেন দেবীদুর্গা। তার এই ‘আগমন ও প্রস্থানের’ মধ্যে আশ্বিন মাসের শুক্লপক্ষের ষষ্ঠী থেকে দশমী তিথি পর্যন্ত পাঁচ দিন চলে দুর্গোৎসব।

এরইমধ্যে আজ রোববার সন্ধ্যা সাতটার মধ্যে প্রতিমা বিসর্জন দেয়ার সময় বেঁধে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

জানাযায় বিজয়া শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনকে ঘিরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। তাছাড়া, কয়েকটি স্থানে ওয়াচ টাওয়ার বসানো হয়েছে। এছাড়া পুলিশের বেশকয়েকটি বিশেষায়িত ইউনিটও নিরাপত্তার দায়িত্বে রয়েছে বলেও জানানো হয়।
ঝিনাইদহ কালীগন্জ শান্তি পুর্ণ ভাবে পালিত হয়েছে সনাতনধর্মাবলম্বী ভাই বোন দের সব থেকে বড় উৎসব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট