1. live@khaborerkantho.com : খবরের কণ্ঠ : খবরের কণ্ঠ
  2. info@www.khaborerkantho.com : খবরের কণ্ঠ :
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ১১:৩৬ পূর্বাহ্ন

পটুয়াখালীতে ৫০ জেলে কারাগারে, ২০ হাজার মিটার জাল জব্দ।

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ৭৮ বার পড়া হয়েছে

 

মোঃ হাবিবুল্লাহ।
পটুয়াখালী প্রতিনিধি।
২০ অক্টোবর,২০২৪
রোজঃরবিবার।

পটুয়াখালীতে ইলিশের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে ৫০ জন জেলেকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) বিকেলে পায়রা নদীর লেবুখালী অংশে পরিচালিত একটি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ হাজার মিটার জাল এবং ১০ কেজি ইলিশ জব্দ করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার, অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ মাইনুল হাসান, জেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল ইসলাম এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা।

অভিযানের পর জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ফেলা হয় এবং উদ্ধার করা মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, গত কয়েক দিনে পটুয়াখালীতে মোট সাড়ে তিন লাখ মিটার জাল ও এক হাজার ৮০০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে এবং নিষেধাজ্ঞা অমান্য করায় ৫০ জেলেকে কারাগারে পাঠানো হয়েছে।

এ অভিযান চলাকালীন প্রশাসন ইলিশের সংরক্ষণ এবং নিষেধাজ্ঞা বাস্তবায়নের জন্য কঠোর পদক্ষেপ গ্রহণ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট