জেলা প্রতিনিধি, গাজীপুর
শ্রীপুরের বন বিভাগের শ্রীপুর রেঞ্জের সাতখামাইর বিট সংরক্ষিত বনের ও সৃজিত বাগানের বাঁশ কেটে নেওয়ার ঘটনা ঘটেছে। পোষাইদ গ্রামের বিশ একর বনভূমি থেকে অবৈধ ভাবে কাটা হচ্ছে বাঁশ,গাছ সহ ভূমি দখল করার ঘটনা ঘটেছে প্রতিনিয়ত। গোপন সংবাদের ভিত্তিতে সাতখামাইর বিট কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ১৭৫ টি বাঁশ উদ্ধার করে নিয়ে আসেন। উদ্ধার কাজ শেষে বাঁশ আনার সময় স্থানীয় আব্দুল বাতেন এর ছেলে জাকির হোসেন রাজু আমাদের কাজে বাধা দেয়।
শ্রীপুর রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান জানান সাতখামাইর বিটের পোষাইদ এলাকায় অর্থ বছর (১৩-১৪)৭.৪৭ একর এবং অর্থ বছর (১৪-১৫) ১২.৩৫ একর। দুদফায় মোট ১৯.৭৬ একর বনভূমিতে সৃজিত বাঁশ বাগান করা হয়। বাগানে বরাক, মহাল, রেঙ্গুন, ছিপমালি ও মলি জাতের বাঁশ রোপণ করা হয়। তিনি আরো বলেন যারা আমার কর্মকর্তা ও কর্মচারীদের উপর হামলা করতে এসেছে এবং বন বিভাগের গাছ, বাঁশ ও ভূমি দখল করে স্থাপনা নির্মাণ কারীদের বিরুদ্ধে যথাযথ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ।