মোঃ হেলাল উদ্দিন:: খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি জেলা পানছড়িত উপজেলা ৫নং উল্টাছড়ি ইউপির ২নং ওয়ার্ডের জিয়ানগর এলাকার বিএনপি পরিবারের সাথে মতবিনিময় সভার আয়োজন করেছে উপজেলা বিএনপি।
শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যার পর উপজেলার জিয়ানগর শহীদ জিয়া স্মৃতি সংসদ সামনে এই মত বিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: আবুল কাসেম এর সভাপতিত্বে
ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল বাশারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো.ইউসুফ আলী, যুগ্ন সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফি সহ-সভাপতি নুরুল কায়েশ শিমুল , সাংগঠনিক সম্পাদক মো.ইব্রাহীম, মো.ইসমাইল, উপজেলা ছাত্রদেলর সভাপতি দিদারুল আলম, উল্টাছড়ি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কৃষক দলের সভাপতি মো আবুল হাসেম, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো: শাহাজান, উল্টাছড়ি ইউনিয়ন বিএনপির সাধারন সস্পাদক লোকমান হোসেন দুলাল, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ সহ অঙ্গ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তবে বলেন, দীর্ঘ ১৬ বছর আওয়ামী শাসনে নির্যাতিত হয়েছে বিএনপি পরিবাররা। প্রতিটি স্তরে স্তরে তারা নির্যাতিত হয়েছে। মামলা-হামলা, জেল-জুলুমের উপরই কেটে গেছে বছরের পর বছর। এই জিয়া নগর বিএনপি এলাকা বলে আওয়ামী আমলে কোনো উন্নয়ন দেইনি ।
এছাড়াও অতিথি বৃন্দ আগামী সংসদ নির্বাচনে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহসম্পাদক ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে ভোট সংগ্রহ করতে উপস্থিত সকলের নিকট আশাব্যক্ত করেন।